ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান যুদ্ধকালীন অবস্থায়, এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বসলেন বৈঠকে। সে দেশের ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে শনিবার শরিফ বসলেন বৈঠকে। আর এই বৈঠকের কথা শুনেই এখন সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি আরও বড় কোন আঘাতের প্রস্তুতি নেওয়ার জন্যই এই বৈঠক?
সূত্র মারফত খবর, ভারত পাক সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ন্যাশনাল কমান্ড অথরিটির হাতেই রয়েছে সে দেশের সামরিক এবং অসামরিক শক্তির নিধন। সমস্ত শীর্ষ কর্তাদের নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। আর এই কমিটির কাছেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। আর এখন এই বৈঠক বসায় একপ্রকার এই প্রশ্নই দেখা দিচ্ছে তাহলে কি আরও বড় কোন আঘাত হানার কথা ভাবছে পাকিস্তান?