নয়াদিল্লি : রাজধানীর সফদরজং, রামমনোহর লোহিয়া, লেডি হার্ডিং-সহ বেশ কিছু হাসপাতালের জরুরি পরিষেবা প্রায় স্তব্ধ (resident doctor’s strike) । সেখানকার আবসিক চিকিৎসকরা কর্মবিরতি (hospital strike) ঘোষণা করেছেন । যতদিন না তাঁদের নেট-পিজির কাউন্সেলিং (NEET-PG counselling) সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে ততদিন তাঁরা কাজে ফিরবেন না বলে স্পষ্ট করেছেন । গত সোমবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতির জের ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি ।
চিকিৎসকদের দাবি, বর্তমান শিক্ষাবর্ষের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে ভর্তি হচ্ছে না । তার প্রভাবে চিকিৎসকের অভাব ভয়াবহ হচ্ছে । কোভিড-১৯ প্যানডেমিকের জন্য তা আরও দুর্বিষহ হয়ে উঠেছে । যদি নতুন চিকিৎসা-শিক্ষার্থী ভর্তি না করা হয় তাহলে জুনিয়রদের উপর চাপ আরও বাড়বে । আবসিক চিকিৎসকরা না থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে ।
আরও পড়ুন: দিল্লির রোহিণী কোর্টে বিকট শব্দে ফের বিস্ফোরণ, জখম ১
জিটিভি হাসপাতালের এক চিকিৎসক বলেন, “এই আন্দোলন গত মাস থেকে চলছে । আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন । কিন্তু তাতেও লাভ হয়নি ।” তাঁর আরও দাবি, “ধর্মঘটের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি । সুফল হয়নি । যতদিন না সরকার লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে, ততদিন এই ধর্মঘট চলবে ।”