দিল্লি: ভারতে এবার তৈরি হতে চলেছে রুশ করোনা টিকা ‘স্পুটনিক ভি’। সেরাম ইনস্টিটিউকে দেওয়া হয়েছে ছাড়পত্র। দুই দেশের মধ্যে প্রযুক্তিগত আদানপ্রদানের কাজ শেষ হলেই সেপ্টেম্বর মাস থেকেই ভারতে উৎপাদন তে শুরু করবে ‘স্পুটনিক-ভি’। ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ জানিয়েছে, প্রতি বছর গড়ে ৩০ কোটি স্পুটনিক-ভি টিকার ডোজ তৈরি করার মতো পরিকাঠামো রয়েছে ভারতে। গামালেয়া সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যৌথভাবে তৈরি করা হয়েছে স্পুটনিক-ভি। টিকা তৈরির সেল ও ভেক্টরের নমুনা গামালেয়া সেন্টার থেকে পৌঁছে গেছে সেরাম ইনস্টিটিউটে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দমিত্রিয়ে জানিয়েছেন, ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধায় ভ্যাকসিন উৎপাদনে লাভবান হবে গোটা বিশ্ব।
আরও পড়ুন: হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, মৃত কমপক্ষে ৫২
ভ্যাকসিন গবেষণাকারী সংস্থা রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের দাবি, ভারতে ছড়িয়ে পড়া করোনার ডেল্ট স্ট্রেন প্রতিহত করতে স্পুটনিক-ভি প্রায় ৯০ শতাংশ কার্যকর। রাশিয়ার একাধিক শহরে স্পুটনিক-ভি টিকাকরণের সুফল মিলেছে। মার্ডানার দাবি, ডেল্টার বিরুদ্ধে কার্যকরিতার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে তাদের তৈরি টিকায়। সংস্থার দাবি, তাদের প্রতিষেধকে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে উঠছে। দ্বিতীয় ঢেউ শেষ হতেই তৃতীয় ঢেউয়ের আতঙ্কে ভুগছে দেশ। দেশের ৯০ শতাংশ মানুষকে টিকা না দেওয়া হলে মৃত্যুর হার বাড়তে পারে। সেরাম ইনস্টিটিউটের উদ্যোগে রাশিয়ান টিকার উৎপাদন দেশের পক্ষে লাভজনক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।