ওয়েব ডেস্ক: নিত্যদিন অফিস টাইমে দমবন্ধ করা ভিড় ট্রেনে যাতায়াত করা কষ্টকর। বিশেষ করে অফিস টাইমে আরও দিগুন কষ্ট করতে হয়। ভিড় ট্রেনে প্রবীণদের কষ্ট কয়েকগুন বেশি হয়। ঠিক করে দাঁড়াতে পারেন না, একটু বসার জন্য অন্য যাত্রীদের অনুরোধ করতে হয়। হাতে জোরও ভালো নেই, বেশিক্ষণ ধরে দাড়াতেও সমস্যা হয়। অত্যন্ত কষ্ট করে নিত্যদিন বয়স্কদের যাতায়াত করতে হয়। তাই এবার সিনিয়র সিটিজেনদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রেল (Indian Railway)। এবার লোকাল ট্রেনে (Local Train) থাকবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা। ভিড় ট্রেনে তাদের আর কষ্ট করে যাতায়াত করতে হবে না।
লোকাল ট্রেনে ওঠা-নামা অত্যন্ত কষ্টের, বিশেষ করে প্রবীণদের। আবার ট্রেনে কোনওমতে একবার গুঁতিয়ে উঠে পড়লেও ভিড়ের চাপে জেরবার অবস্থা হয়। ভিড় ট্রেনে তাদের আর কষ্ট করে যাতায়াত করতে হবে না প্রবীণদের। এবার লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। রেলওয়ে বোর্ডের তরফেই জানানো হয়েছে, সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক ও প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে। মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে।
আরও পড়ুন: ডাইনি অপবাদে পুড়িয়ে মারার অভিযোগে উত্তপ্ত বিহার, নিহত ৫
অন্য খবর দেখুন