ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) মির্জাপুরের বিন্ধ্যাচলের প্রসিদ্ধ মা বিন্ধ্যবাসিনী মন্দিরে (Maa Vindhyavasini Temple) চাঞ্চল্যকর ঘটনা। মন্দিরের গর্ভগৃহে হাতাহাতিতে জড়াল পুরোহিতদের (Priests) দুই গোষ্ঠী। সূত্রের খবর, মন্দিরে পুজো ও দর্শনের অধিকার নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হিংসাত্মক ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন পুরোহিতদের বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে উপস্থিত ভক্তদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, রাতে রাতে শৃঙ্গার (সজ্জা) রীতি সম্পন্ন হওয়ার পরেই মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়ে পুরোহিতদের একটি গোষ্ঠী। তার পরেই পুরোহিতদের (Priests) অন্য গোষ্ঠীর সঙ্গে তাদের বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তা পরিণত হয় হাতাহাতিতে। অভিযোগ, হামলাকারীরা এক পুরোহিত ও তার ছেলেকে মারধর করে। ছিনিয়ে নেওয়া হয় সোনার চেন ও রূপোর রুদ্রাক্ষ মালা।
আরও খবর : বোরখা পরায় বাইক থেকে নামিয়ে হুমকি মহিলাকে, যোগীরাজ্যে এ কী কাণ্ড!
এই ঘটনায় আহত পুরোহিত পরে অভিযোগ করেন, এই ঘটনা নিয়ে আইনি পথে গেলে প্রাণ সংশয় হতে পারে বলে হুমকি দেওয়া হয় হামলাকারীদের তরফে। ঘটনায় তিনজন পুরোহিত ও এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হামলা, ছিনতাই, হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে।
উল্লেখ্য, উত্তর ভারতের (North India) অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত মা বিন্ধ্যবাসিনী মন্দির (Maa Vindhyavasini Temple)। এই পবিত্র মন্দিরে আগেও একাধিকবার পুরোহিত গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মন্দিরের পুরোহিতদের মধ্যে মূলত উচ্চপদস্থ দর্শনার্থীদের নিয়ে পুজোর অধিকার ও অনুদান সংক্রান্ত বিষয় নিয়েই বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে দীর্ঘদিন ধরেই এই মন্দির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার রাতের এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল যে, মন্দির চত্বরে নিরাপত্তা, শৃঙ্খলা ও ধর্মীয় পবিত্রতা রক্ষার জন্য অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন।
দেখুন অন্য খবর :