ওয়েবডেস্ক: পহেলগামে (Pahalagam) জঙ্গি হামলার (Militant Attack) পর এবার পঞ্জাবের (Punjab) পুঞ্চ সেক্টরে (Punch Sector) যৌথ অভিযান চালিয়ে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পুঞ্চ জেলার সুরানকোটে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায়।
পাঁচটি আইইডি (IED) উদ্ধার হয়েছে। জানা গিয়েছে তিনটি টিফিন বক্স ও দুটি স্টিলের বালতিতে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। এছাড়াও এই অভিযানে বেশ কিছু যন্ত্রপাতি ও সন্দেহভাজন সামগ্রী উদ্ধার হয়েছে। গোটা উপত্যকাজুড়ে চলছে ব্যাপক অভিযান। জোরদার সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হচ্ছে।
২২ এপ্রিল দেশের পহেলগামের অনন্তনাগে বৈসারণে এক পর্যটকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে জঙ্গিরা। ২৬ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় ক্ষোভে জ্বলে ওঠে দেশ। পাকিস্তান নিশানা করে কড়া হুমকি দেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, হত্যাকারীদের ক্ষমা নেই।
আরও পড়ুন: ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শবরীমালা দর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু
যেখানেই থাকুন না কেন, তাদের সেখান থেকে খুঁজে বের করা হবে। ন্যায় বিচার হবেই।
ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তির উপর স্থগিতাদেশ, পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদানের উপর নিষেধাজ্ঞা, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে ধাক্কা খেয়ে বাণিজ্যও।
বর্তমানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যাতে এই ধরনের হামলা ভবিষ্যতে আর কোনও দিন পুনরাবৃত্তি না ঘটতে পারে।
দেখুন অন্য খবর: