কলকাতা: ভারতে ৩৭৭ ধারা বাতিল হওয়ার তৃতীয় বর্ষপূর্তিতে গ্রাহক এবং কর্মচারীদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ করল অ্যাক্সিস ব্যাঙ্ক। LGBTQIA+ ((lesbian, gay, bisexual, trans, queer, intersex, asexual, among others) কর্মী ও গ্রাহকদের জন্য নতুন পলিসি নিয়ে এসেছে দেশের প্রথম সারির এই বেসরকারি ব্যাঙ্ক।
এ বার থেকে LGBTQIA+ কর্মী ও গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কে তাঁর পছন্দমতো সঙ্গীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। লিঙ্গ ভেদে নিজের পছন্দের সঙ্গীকে নমিনিও করতে পারবেন তাঁরা। LGBTQIA+ কর্মী ও গ্রাহকরা ২০ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্কের প্রতিটি শাখায় এই সুবিধা পাবেন।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, LGBTQIA+ গ্রাহক ছাড়াও কর্মীদের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। LGBTQIA+ কর্মীরা যে কোনও সঙ্গীকে চিকিৎসা বিমার জন্য নির্বাচিত করতে পারবেন। তাঁরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারবেন। ড্রেস কোডের বাধ্যবাধকতা থেকে ছাড় পাবেন LGBTQIA+ কর্মীরা।
আরও পড়ুন: ক্যান্সেল চেকে জালিয়াতি, বাড়ি বিক্রি করতে গিয়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
OPEN – it is not just a sign that hangs on our doors, it is who we are. When you choose to bank with us, you get to express yourself, the way you want to! #DilSeOpen #ComeAsYouAre. Read more: https://t.co/zgV1Bly498@TheSafecityApp pic.twitter.com/2B9nd2ZhBf
— Axis Bank (@AxisBank) September 6, 2021
সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর রাজেশ দাহিয়া প্রেস বিবৃতিতে জানিয়েছেন, লিঙ্গবৈষম্য দূরীকরণে আমরা #ComeAsYouAre #DilSeOpen নামে একটি নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস এই উদ্যোগ ভারতীয় সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
২০১৮ সালের ৬ই সেপ্টেম্বর সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বর্ণনা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট। ব্রিটিশ জমানার এই বিতর্কিত আইনটির সুবাদে ‘অপ্রাকৃতিক যৌনতা’র অপরাধে ভারতে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল, সমকামিতা ভারতে আর অপরাধ নয়।
আরও পড়ুন: ছাত্রীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে অন্য ব্যক্তিদের মেসেজ, গ্রেফতার ১