ইম্ফল: দু’মাস পর আগামী ৫ জুলাই থেকে স্কুল খুলছে (School Open) মণিপুরে (Manipur)। স্কুল খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ৫ তারিখ থেকে স্কুলে যেতে পারবে। মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষ (Clash of Kuki and Meitei) শুরুর পর থেকেই উত্তরপূর্ব রাজ্যে পড়াশোনা শিকেয় উঠেছিল। একটানা ৬২ দিন স্কুল-কলেজে তালা ঝুলছিল। দীর্ঘ বিরতির পর আগামিকাল বুধবার থেকে ফের রাজ্যে পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। সোমবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N. Biren Singh Chief Minister of Manipur) জানিয়েছেন, বুধবার থেকে রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ফের চালু হচ্ছে।
গত দু’মাস ধরে জ্বলছে মণিপুর। বিশেষ করে রাজধানী ইম্ফল, বিষ্ণুপুর, চূড়াচন্দ্রপুর একাধিক জায়গায় সরাসরি সংঘর্ষে্ জড়িয়ে পড়ে কুকি ও মেইতেই জনগোষ্ঠী। আরপরই অশান্তি গোটা রাজ্যজুড়েই ছড়িয়ে পড়ে। হিংসা রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেনা মোতায়েনও করা হয়। সরকারি হিসেবে ১১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। হিংসার জেরে ঘর বন্দি সাবাধরণ মানুষ। পড়াশোনা সব লাটে উঠেছে। এর মধ্যেই সোমবার সাংবাদিক বৈঠক করে বুধবার থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন বীরেন। তবে মণিপুরে এর আগেও স্কুল খোলার চেষ্টা করা হয়েছিল। প্রশাসনের তরফে স্কুল খোলার দিন ঘোষণা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পড়ুয়ারা স্কুলে যেতে পারেনি। পিছিয়ে দিতে হয় স্কুল খোলার দিন।
আরও পড়ুন: Panchayat Election | কংগ্রেস প্রার্থীর দেওরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বীরেন জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বুধবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল চালু করা হচ্ছে। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের কৃষকদের নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাহাড় এবং উপত্যকা এলাকায় জনজীবন স্বাভাবিক হচ্ছে।