তিরুঅনন্তপুরম: চা বিক্রি ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে। কারণ ২০১৪ সালে একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন। যা নিয়ে বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে অনেকে টিপ্পনি করেছিলেন। সেই হাত শিবিরের সাংসদ শশী থারুরকে দেখা গেল চা বিক্রি করতে। সেই সঙ্গে তাঁকে দেখা মঞ্চে নৃত্য প্রদর্শন করতে এবং কুস্তির মঞ্চে লড়াই করতে। ক্রিকেট মাঠেও দেখা গিয়েছে।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শশি থারুর। তাঁকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক বিতর্ক হয়েছে। সেই রাজনৈতিক ব্যক্তিকে মাস খানেক আগে দলের বিরুদ্ধে বিদ্রোহী হতেও দেখা গিয়েছিল। মিষ্টভাষী শশী থারুরের লেখক হিসেবেও যথেষ্ট সুনাম রয়েছে। নানাবিধ ভূমিকায় তাঁরই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিজে শেয়ারও করেছেন সাংসদ শশী।
প্রথম ছবিতে দেখা গিয়েছে একজন চা বিক্রেতা চা তৈরি করছেন। দুই হাতের কায়দায় এক পাত্র থেকে অন্যত্র ঢালছেন চা। ঠিক যেমন বাগবাজার ঘাট চত্বরে দেখা যায়। তেমনই চা তৈরিতে হাতের যাদু দেখাচ্ছেন হাত শিবিরের সাংসদ। মঞ্চে দাঁড়িয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে অন্য একটি ছবিতে। একটঈতে দেখা গিয়েছে WWE জাতীয় লড়াইয়ের মঞ্চে বিরোধীকে ঘায়েল করতে। আর একটিতে দেখা গিয়েছে ক্রিকেট মাঠে।
আরও পড়ুন- এগ্রিমেন্ট নয়, টার্ম শিটের উপর ভরসা করেই খেলতে রাজি হল শ্রী সিমেন্ট
বলাই বাহুল্য, ছবিগুলির একটিও বাস্তব নয়। সবই সুওয়ার ইম্পোজ করা। কোনও একটি ধর্মীয় অনুষ্ঠানে নারকেল ফাটাচ্ছিলেন শশী। সেই সময়ের ছবিকে নানান উপায়ে ব্যবহার করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে নেট দুনিয়ার ভাষায় বলা হয়ে থাকে ‘মিম'(Meme)। তাঁকে নিয়ে তৈরি সেই মিম নিজেই শেয়ার করেছেন শশী।
সেই সকল ছবি শেয়ার করে কংগ্রেস সাংসদ লিখেছেন, “ধর্মীয় অনুষ্ঠানে আমার নারকেল ভাঙার ছবি নিয়ে এতগুলো মিম তৈরি হয়েছে। জানি না কীভাবে এগুল মানুষের মাথায় আসে, কিন্তু বিষয়গুলো খুবই মজার। এই ছবিগুলো আমার খুবই প্রিয়।”