পুরী: প্রতি রবিবার পুরীর মন্দির স্যানিটাইজ করা হবে। করোনা থেকে মন্দিরের সেবক, পুণ্যার্থীদের রক্ষা করতে এই উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির খোলার পর ২৯ তারিখ ছিল প্রথম রবিবার। সকালেই দেখা গেল মন্দির চত্বরে পিপিইকিট পড়ে গোটা মন্দির স্যানিটাইজ করছেন স্বাস্থ্যকর্মীরা।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৬ অগস্টই প্রথম খোলে পুরীর জগন্নাথ দেবের মন্দির৷ তবে শুধুমাত্র স্থানীয়রা ঢোকার অনুমতি পেয়েছিলেন৷ এরপর সোমবার ২৩ অগস্ট সোমবার থেকে পুরীর বাইরের দর্শনার্থীদের জন্য খুলে যায় জগন্নাথ মন্দিরের দরজা৷ সেক্ষেত্রে জারি হয়েছিল কিছু বিধি নিষেধ। মন্দিরের ভেতর ও বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক৷ মন্দিরে ঢোকার আগে হাত স্যানিটাইজ করতে হবে৷ কোভিড প্রোটোকল মেনে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে৷ সকল পুণ্যার্থীদের কোভিড টিকাকরণের দ্বিতীয় শংসাপত্র দেখাতে হবে৷ দুটো টিকা না নেওয়া থাকলে সেক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷
পুরীর মন্দিরের সর্বত্র চলছে স্যানিটাইজেশনের কাজ
মন্দির খুললেও শনিবার ও রবিবার বন্ধই থাকছে দরজা। কারণ ওই দুই দিন লকডাউন চলে পুরীতে। মন্দির খোলার পর থেকেই ভক্তের ঢল নামে পুরীতে। পরিস্থিতি বিবেচনা করে প্রতি রবিবার মন্দির স্যানিটাইজের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নাবালক আবাসিকদের যৌন নির্যাতন, সোনারপুরের ছাত্রাবাস থেকে গ্রেফতার ২