লখনউ: রাবণ, কংস, ঔরঙ্গজেবের অহংকার সনাতন ধর্মকে (Sanatana Dharma) ধ্বংস করতে পারেনি। সনাতন ধর্ম বিতর্কে প্রথমবার মুখ খুলে এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রসঙ্গত, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তাঁর এই মন্তব্যের পরই চড়ছে রাজনৈতিক পারদ।
জন্মাষ্টমী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই সনাতন ধর্ম প্রসঙ্গে উদয়নিধিকে একহাত নেন তিনি। আদিত্যনাথ বলেন, সনাতন ধর্মের উপর অতীতে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছিল। রাবণের অহংকার মুছে ফেলতে ব্যর্থ হয়েছে, কংসের গর্জন কাঁপতে পারেনি, সনাতন ধর্মকে। এমনকী বাবর এবং ঔরঙ্গজেবের নৃশংসতা যে সনাতনকে নির্মূল করতে পারেনি। ক্ষমতালোভী পরজীবীরা চেষ্টা করলেও সনাতন ধর্মকে শেষ করতে পারবেন না।
আরও পড়ুন: জামতারা গ্যাংয়ের খপ্পরে পড়ে আত্মঘতী নিঃস্ব বৃদ্ধ
প্রতিটি যুগেই সত্যকে মিথ্যা বলার অপচেষ্টা হয়েছে। রাবণ কি মিথ্যা বলার চেষ্টা করেনি? তার আগে, হিরণ্যকশ্যপ কি ঈশ্বর ও সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করেননি? কংস কি ঐশ্বরিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেননি? কিন্তু, তারা তাদের বিদ্বেষপূর্ণ প্রচেষ্টায় ধ্বংস হয়ে গিয়েছে। যোগী বলেন, সনাতন ধর্ম আসলে সূর্যের মতো শক্তির উৎস। শুধুমাত্র একজন বোকাই সূর্যের দিকে থুথু ফেলার কথা ভাবতে পারে, কারণ এটি স্বাভাবিকভাবেই ফিরে আসবে যে ব্যক্তি থুতু দেয়।
প্রসঙ্গত, স্ট্যালিন অভিযোগ করেছিলেন যে সনাতন ধর্ম সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে। এটিকে করোনভাইরাস এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। বিরোধী দলগুলিকে কটাক্ষ করে, যোগী বলেন, যে তাদের ভবিষ্যত প্রজন্ম তাদের অপকর্মের জন্য চরম লজ্জায় বাস করবে। তিনি জোর দিয়েছিলেন যে একজনকে অবশ্যই ভারতের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে হবে। যারা ভগবানকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারা সবাই নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। ৫০০ বছর আগেও সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা হয়েছিল। কিন্তু আজ অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। বিরোধীরা দেশের উন্নতির কাজে বাধা দিলেও তারা সফল হবে না।