ওয়েব ডেস্ক: কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর হামলার নিন্দা করেছে আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার (Taliban Government)। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)তাই আফগান বিদেশমন্ত্রীকে ফোনালাপে ধন্যবাদ জানালেন। বৃহস্পতিবার তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে (Amir Khan Muttaqi) আফগানদের সঙ্গে ভারতীয়দের বন্ধুত্বের কথা মনে করালেন এবং এও জানালেন, আফগানিস্তানের উন্নয়নে ভারত সহায়তা চালিয়ে যাবে।
পাকিস্তানের (Pakistan) কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ভারতই কিছু তালিবান ‘ভাড়া’ করে পহেলগামে ভুয়ো অপারেশন চালিয়েছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা নষ্ট করার এই চক্রান্ত খারিজ করেছেন আফগান বিদেশমন্ত্রী, তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জয়শঙ্কর। পহেলগাম হামলার নিন্দা করায় তিনি মুত্তাকিকে ধন্যবাদও জানালেন।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার, গ্রেফতার ইউপির যুবক
কিছুদিন আগেই পহেলগামে ২৬ জন পর্যটকের হত্যাকাণ্ডের নিন্দা করেছিল তালিবান সরকার। আফগানিস্তানের তালিবান শাসনকে এখনও ‘সরকার’ হিসেবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি, তবে এবার তাদের ধন্যবাদ জানানো হল। এমনিতেও ভারত এবং আফগানিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
Good conversation with Acting Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi this evening.
Deeply appreciate his condemnation of the Pahalgam terrorist attack.
Welcomed his firm rejection of recent attempts to create distrust between India and Afghanistan through false and…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 15, 2025
২০২১ সালের অগাস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবরা। সেই সময় থেকে এই প্রথমবার সেই সরকারের সঙ্গে এই প্রথমবার কূটনৈতিক স্তরে যোগাযোগ করলেন ভারতের বিদেশমন্ত্রী। এ বছরের জানুয়ারি মাসে দুবাইয়ে মুত্তাকির সঙ্গে সাক্ষাত করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।
পহেলগাম হামলার পর আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান ডিভিশনে ভারতের বিশেষ দূত আনন্দ প্রকাশ তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করতে কাবুল যান। তাঁদের আলোচনায় দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও পরিবহণ সহযোগিতা বৃদ্ধি করা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়নের উপর মতামত বিনিময় করা হয়।
দেখুন অন্য খবর: