ওয়েবডেস্ক: ডলারের (Dollar) নিরিখে টাকার (Rupee) দর বাড়ল। গত সাত মাসের মধ্যে টাকার মূল্য বাড়ল। ১ ডলারের নিরিখে টাকার দর হল ৮৪। শুল্ক নিয়ে ভারত (India) ও আমেরিকার (US) মধ্যে বোঝাপড়া, শেয়ারে বিনিয়োগের কারণে এই অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই সামনে এসেছে জিএসটি আদায়ে রেকর্ড করেছে দেস। শুক্রার টাকার দর বাড়ার ঘটনায় ভারতীয় অর্থনীতি আরও চাঙ্গা হওয়ার লক্ষণ। টাকার দর ৯০-এর ঘরে ধাক্কা খাচ্ছিল। অচিরেই ১০০-র ঘরে চলে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। সাধারণত যুদ্ধ লাগলে তার বড় প্রভাব পড়ে অর্থনীতিতে। পহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা অব্যাহত। তার প্রেক্ষিতে অর্থনীতি শক্তিশালী হওয়ার ইঙ্গিতকে শুভ বলে মনে করছে তথাভিজ্ঞ মহল।
একটি বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অনিল কুমার ভনশালীর কথায়, এই সপ্তাহে ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তি করতে চলেছে বলে শোনা যাচ্ছে। আরেক বিশেষজ্ঞ দিলীপ পারমারের কথায়, ২০২২ সালের নভেম্বর মাসের পর এক দিনে এই বৃদ্ধি এদিন প্রথম।
আরও পড়ুন: ওষুধ সংস্থাগুলির ঘুষ সংস্কৃতির সমাধান বলে দিল সুপ্রিম কোর্ট
দেখুন অন্য খবর: