কলকাতা : চীন, দক্ষিণ আফ্রিকা সহ মোট ৭টি দেশ থেকে ভারতে আসতে গেলে করোনার আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল। এবার সেই নিয়ম চালু হল পশ্চিমবঙ্গে। চীন, দক্ষিণ আফ্রিকা সহ ৯টি দেশ থেকে কলকাতা বিমানবন্দরে আসা যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করাতে হবে বলে নির্দেশ দিল রাজ্য সরকার। কোনও যাত্রীর ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া থাকলেও করোনা পরীক্ষা হবে তাঁর। ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও মানা হবে এই নিয়ম।
আরও পড়ুন : করোনায় মৃত্যু নেই, টানা একসপ্তাহ আক্রান্তের সংখ্যা একশো ছাড়াল কলকাতায়
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গকে করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষা করতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার বিষয়ে মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করেন স্বাস্থ্য কর্তারা। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চিন, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ব্রাজিল, বাংলাদেশ, নিউ জিল্যান্ড, মরিশাস, বাতসোয়ানা ও জিম্বাবোয়, এই ৯টি দেশ থেকে কলকাতায় আসা যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। এমনকি তাঁদের করোনা ভ্যাকসিনের ২টি ডোজও নেওয়া হয়ে থাকলেও, আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি, বৈঠকে এমনটাই জানানো হয়েছে। কলকাতা বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা থাকবে। যাত্রীদের নিজেদের খরচেই এই পরীক্ষা করতে হবে। কোনও যাত্রী বিনামূল্যে আরটি-পিসিআর পরীক্ষা করাতে চাইলে তাঁরা রাজারহাটের সিএনসিআইতে (Chittaranjan National Cancer Institute) গিয়ে পরীক্ষা করতে পারবেন।