নয়াদিল্লি: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই বৈঠকে দু’দেশের একাধিক বিষয়ের উপর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ও। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। ওই বৈঠকেও একাধিক বিষয়ের উপর আলোচনা হয় দুজনের। এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গেও বৈঠক করেন মোদি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান কী হবে, তা নিয়ে পরামর্শ দেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি বলেন, আন্তর্জাতিক ইস্যুতে কী অবস্থান হওয়া উচিত, সেটা আমি ভারতকে বলব না। তবে আমি জানি যে আন্তর্জাতিক আইনি, রাষ্ট্রসংঘের সনদ এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় ভারত।
আরও পড়ুন: জি ২০ সম্মেলনের মাঝেই মমতা-কেজরির বৈঠক ঘিরে জল্পনা
সুনক আরও বলেন, আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। আমি এরকমই। আশা করছি যে কোনও মন্দিরে যেতে পারব আমি। কয়েকদিন এখানে আছি আমি। সদ্য রাখিপূর্ণিমা গিয়েছে। আমার বোনেদের থেকে রাখি পেয়েছি। জন্মাষ্টমী পালনের মতো সময় পাইনি। তবে এবার যদি কোনও মন্দিরে যেতে পারি, তাহলে আমার স্বপ্নপূরণ হবে বলেও জানান ব্রিটেন প্রদানমন্ত্রী।