ওয়েবডেস্ক- ভারত-পাকিস্তানের (India Pakistan) মধ্যেই কোনওদিনের সুখের সম্পর্ক ছিল না। কিন্তু পহেলগাম কাণ্ডের (Pahalgam) পরেই সেই সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে।
ভারত-পাক সীমান্তে হয়ে থাকে ফ্ল্য়াগ-লোয়ারিং রিট্রিট (Flag-lowering retreat) সেরিমনি। কিন্তু অপারেশন সিঁন্দুর (Operation Sindur) পরে সেই সেরিমনির চরিত্রে বেশ পরিবর্তন এসেছে। ৮ মে থেকে বন্ধ ছিল ফ্ল্যাগ-লোয়ারিং রিট্রিট। সোমবার সেই ফ্ল্যাগ-লোয়ারিং রিট্রিট-এর ফের শুরুর কথা ঘোষণা করা হল। ২১ মে থেকে ফের তা শুরু হবে।
এবার থেকে আর এই রিট্রিটে করমর্দন করবেন না বিএসএফ (BSF) ও পাক রেঞ্জার্সের জওয়ানরা (Pak Rangers soldiers) । খুলবে না দরজাও।
আরও পড়ুন- কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্যের জেরে এবার সিট গঠন সুপ্রিম কোর্টের
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) জানিয়েছে, বুধবার থেকে পঞ্জাবের তিনটি জায়গায় পাক ফ্রন্টিয়ারের সঙ্গে এই প্যারেড শুরু হবে। জলন্ধরে পঞ্জাব ফ্রন্টিয়ারের সদর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার থেকেই এই রিট্রিট হবে ৷ কিন্তু এদিন শুধু সাংবাদিকরাই সেটি দেখতে পারবেন। জনসাধারণের জন্য এই রিট্রিট বুধবার, অর্থাৎ ওই সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে।
সোমবার এক সরকারি আধিকারিক জানান, প্রতিদিন বিএসএফ ও পাক রেঞ্জার্স তাল মিলিয়ে অমৃতসর জেলার আটারি-ওয়াঘা, ফিরোজপুরের হুসেইনিওয়ালা এবং ফাজিলকা জেলার সাদকিতে ফ্ল্যাগ-লোয়ারিং করত ৷ ২১ মে থেকে ফের তা শুরু হবে। এই রিট্রিট চলাকালে দুদেশের সেনা তাদের জাতীয় পতাকা নামিয়ে রাখে। অপারেশন সিঁন্দুর-এর আগে পরিবেশ আলাদা ছিল। সেইসময় ভারতের বিএসএফ জওয়ান ও পাক রেঞ্জার্সের সেনা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে মৈত্রীর বার্তা দিতেন। এবার তা হবে না।
দেখুন আরও খবর-