ওয়েবডেক্স- সংশোধিত ওয়াকফ বিল (Amended Waqf Act) ইস্যুতে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে এই বিল পাসের ভূমিকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে।
এই উত্তপ্ত বাতাবরণের মধ্যে ওয়াকফ বিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) শুভেচ্ছা জানাল দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরেই তারা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আশা পূরণ হয়েছে তাদের। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
দাউদি বোহরা (Dawoodi Bohra) কারা?
মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা। ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের ইসমাইল অনুসারী সম্প্রদায়। সম্প্রদায়টির বৃহত্তম সংখ্যা ভারত, পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকা এবং উপসাগরীয় রাজ্যে বাস করে। এছাড়াও মধ্য প্রাচ্য,পূর্ব আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য বসতি রয়েছে। ধারণা করা হয় বিশ্বব্যাপী এক মিলিয়নে বেশি সংখ্যক বোহররা সম্প্রদায়ের অনুসারী রয়েছে। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা হলেও বিশ্বের ৪০টি দেশে এদের অস্তিত্ব লক্ষ্যনীয়। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলেন এই দাউদি বোহরারা। প্রধানত এই সম্প্রদায়ের মানুষজন গুজরাতি ভাষায় কথা বলেন। তাদের কথ্য ভাষা গুজরাতি ও আরবির সংমিশ্রণ।
আরও পড়ুন-ওয়াকফ আবহে বদল হল সামশেরগঞ্জ ও সুতি থানার আইসি
সংশোধিত ওয়াকফ আইনের (Amended Waqf Act) সাংবিধানিকতা (Constitutionality) নিয়ে আজ শুনানি হল সুপ্রিম কোর্টে(Supeme Court)। বুধবারের পর এদিনও দেশজুড়ে সকলের নজর ছিল শীর্ষ আদালতের দিকে। মোট ৭২টি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ।
সেখানেই এই রায় দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। ওয়াকফে আপাতত নিয়োগ স্থগিত করলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেইঙ্গে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এজানিয়ে দেয়,মামলা চলাকালীন বাতিল করা হবে না, ঘোষিত ওয়াকফ সম্পত্তি।
দেখুন অন্য খবর-