ওয়েব ডেস্ক: সপ্তাহের শুরুতে ফের বিমান বিভ্রাট (Flight Disruption) । আবারও খবরের শিরোনাম দখল করল এয়ার ইন্ডিয়া (Air India)। এবার বাতিল হল এয়ার ইন্ডিয়ার AI-2634 (Delhi Flight)। নেপথ্যে সেই একই কারণ যান্ত্রিক ত্রুটি (Technical Fault)। আজ সোমবার সকাল ১০: ৪০ মিনিটে পাটনা বিমানবন্দর (Patna Airport) থেকে দিল্লি (Delhi) ওড়ার কথা ছিল উড়ানটির। তবে যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই শেষমেষ বাতিল করা হয় বিমানটি।
শেষ মুহূর্তে এই খবর কানে আসতেই যাত্রীদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায়। বাতিলের খবরে রাগে ফুঁসতে থাকে তাঁরা। অনেকেই টিকিট রিশিডিউল (Reschedule) করেন। কয়েকজন যাত্রীর বচসা বাঁধে বিমান কর্মীদের সঙ্গে। পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে কর্মীদের পক্ষে।
আরও পড়ুন: পঞ্জাবে মাঝ রাস্তায় উলটে গেল বাস, মৃত ১০, আহত ৩২
ওই ফ্লাইটের টিকিট এক যাত্রী জানান, দিল্লি পৌঁছে তাঁর অন্য একটি আন্তর্জাতিক ফ্লাইট ধরার কথা। তবে সেই ফ্লাইটও ধরতে পারবেন না তিনি। টিকিটের বিপুল অর্থ জলে গেল বলেই জানান তিনি। অভিযোগ, দিল্লি গামী এই ফ্লাইট বাতিল হলেও অন্য কোনও বিকল্প ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিতে আগ্রহ দেখায়নি সংস্থা। অন্যদিকে, সঠিক সময়ে যাত্রীদের অবহিত করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। পরবর্তীতে পাটনা বিমানবন্দরে পরিস্থিতি ঠিক হলেও ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য দুইই শিকয়ে উঠেছে।
দেখুন অন্য খবর