ওয়েব ডেস্ক: সময় যতই এগোচ্ছে ততই দেশে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় (Daily Essentials Price) জিনিসের দাম। খাবার থেকে সাবান (Food to Soap) মূল্যবৃদ্ধির (Price Hike) তালিকায় সবকিছুই নজরে আসে। যার ফলে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের (Middle Class Family)। তবে এবার সাধারণ মধ্যবিত্তের কথা মাথায় রেখে বড় পরিকল্পনা করছে কেন্দ্র (Central Government)। কমতে পারে জিএসটি (GST)।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার (Central Government) জিএসটি স্ল্যাব (GST Slab) পুনর্গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। যা দৈনন্দিন জিনিসের দাম (Daily Essentials Price) কমিয়ে স্বস্তি দিতে পারে বহু সাধারণ মানুষের মনে। শোনা যাচ্ছে, রোজের প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% অথবা ১২% স্ল্যাব সম্পূর্ণভাবে বাদ দেওয়া হতে পারে। তাই এক ধাক্কায় ১২% থেকে ৫% কমে আসতে পারে জিএসটি (GST)। আবার সম্পূর্ণ ১২% বাদ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন ট্রাম্প? বড় মন্তব্য জয়শঙ্করের
সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে রোজের ব্যবহৃত বেশিরভাগ পণ্যই ১২% জিএসটির আয়তায় পড়ে। এই তালিকায় এমন জিনিসপত্র রয়েছে যা মধ্যবিত্ত এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি প্রচুর পরিমাণে ব্যবহার করে। এই অতিরিক্ত চাহিদার পণ্যগুলিকে ৫% জিএসটি স্ল্যাব করা হতে পারে অথবা ১২% কর তুলেও দিতে পারে।
জিএসটি কাউন্সিলের (GST Council) আসন্ন ৫৬তম সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, চলতি মাসেই জিএসটি কাউন্সিলের এই বৈঠক আয়োজিত হবে। সরকার এই সিদ্ধান্তে সিলমোহর দিলে জুতো, মিষ্টি, পোশাক, সাবান, টুথপেস্ট এবং দুগ্ধজাত পণ্যের মতো নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম হ্রাস পাবে। সস্তা (Cheap Price) হবে রোজের সাংসারিক পণ্য। সরকারের তরফে জিএসটি কমানোর আভাসও মিলেছে। ২০২৪ সালেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) জিএসটি হার আরও কমবে বলে জানান নিজের মুখে। তাই এখন সূত্র বলছে, পরবর্তী কাউন্সিল সভায় এই বড় সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে কেন্দ্র।
দেখুন অন্য খবর