ওয়েব ডেস্ক: একের পর এক প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান (Pakistan)। এই আবহে আকাশ হামলার আশঙ্কায় দিল্লির সব হাসপাতালের ছাদে রেড ক্রস আঁকতে নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের দফতর।
কী এই রেড ক্রস?
জরুরি পরিষেবায় নতুন দিগন্ত এই রেড ক্রস। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে সময়ের গুরুত্ব অপরিসীম। সাধারণ অ্যাম্বুল্যান্স অনেক ক্ষেত্রেই রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে পারে না। বিশেষত, রোগী যখন হাসপাতাল থেকে দূরে অবস্থান করছে। যুদ্ধে গুরুতর আহত রোগী বা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি হাসপাতালের ছাদে নিয়ে আসা সম্ভব হবে।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক, বাড়ানো হল নিরাপত্তা
বর্তমানে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সেই পরিষেবার ক্ষেত্রেও রোগীকে প্রথমে বিমানবন্দরে নিয়ে যেতে হয়। তারপর সেখান থেকে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে হাসপাতালে। এই পুরো প্রক্রিয়ায় বহু সময় নষ্ট হয়। কিন্তু দিশান হাসপাতালের হেলিপ্যাড পরিষেবা রোগীকে সরাসরি হাসপাতালে পৌঁছানোর সুযোগ দেবে, যা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
#WATCH | Madhya Pradesh | Red cross symbol painted on rooftops of hospitals in Gwalior
Gajra Raja Medical College Dean Dr RKS Dhakad says, “Whenever guidelines are issued with regards to national security, as can be seen in the ongoing situation against Pakistan, all the… pic.twitter.com/RIvyv6brTM
— ANI (@ANI) May 8, 2025
দেখুন আরও খবর: