ওয়েবডেস্ক– একটানা প্রবল বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত হিমাচল (Himachal)। সেইসঙ্গে রয়েছে ভূমিধস (Landslide) ও হড়পা বানের ভয়াবহতা। সব মিলিয়ে হিমাচলের অবস্থা ক্রমশই শোচনীয় আকার নিয়েছে। প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিপাশা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। গত ২০ জুন থেকে টানা বৃষ্টি চলছে। এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে উত্তরের পাহাড়ি রাজ্যগুলি। এর মধ্যে সবচেয়ে মাণ্ডি জেলা। পরিস্থিতি সিমলা এবং কুল্লুর অবস্থাও ভয়াবহ আকার নিয়েছে।
প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলছে উদ্ধারকাজ। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা (Red Alert) জারি করেছে মৌসম ভবন। পাহাড়ি এই রাজ্যে এখনও পর্যন্ত অন্তত ৫৪১ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কিন্তু অবিরাম বৃষ্টি উদ্ধারকাজে বাধা পড়ছে
মেঘভাঙা বৃষ্টির জেরে রাজ্যগুলির অবস্থা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। রাস্তাঘাট অবরুদ্ধ। বন্যায় জলের তোড়ে ভেসে গিয়েছে ৩০০’র বেশ গবাদি পশু। বিপর্যস্ত বৈদ্যুতিন পরিষেবা। প্রায় ৫০০-রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার অকেজো। পরিস্থিতি মোকাবিলায় একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে।
আরও পড়ুন- সব পোশাকে মন্দিরে প্রবেশ নয়! মহিলাদের জন্য ‘ফতোয়া’ জারি বজরং দলের
পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দফতর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছনোর কাজও চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)
দেখুন আরও খবর-
।