নয়া দিল্লি: করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে রয়েছে দেশ। তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ডেল্টা ভ্যারিয়েন্ট। এরই মধ্যেই দৈনিক সংক্রমণ বাড়ল আরও কিছুটা। বাড়ল মৃতের সংখ্যাও। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা তার থেকে ১২ হাজার বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। একদিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৯৮ জন। যা টানা ৪০ দিনে সর্বোচ্চ মৃত্যু। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ জন।
দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন৷ দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন। সারা দেশে এখনও করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন ৪ লক্ষ ০৭ হাজার ১৭০ জন।
মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়াও করোনা রুখতে জারি রয়েছে করোনা টিকাকরণ। সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। ইতিমধ্যেই দেশের ৪১.৫৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছে ৪৪.৯১ কোটি নাগরিক।