চন্ডীগড়: নতুন রাজনৈতিক দল আনতে চলেছেন অমরিন্দর সিং৷ এটাও জানিয়েছেন, কৃষকদের সমস্যা মিটে গেলে তিনি বিজেপির সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত৷ অমরিন্দরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপির পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা দুষ্মন্ত গৌতম জানিয়েছেন, আমরাও ক্যাপ্টেনের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে প্রস্তুত৷
আরও পড়ুন: মমতার দেখানো পথেই হাটছে কংগ্রেস, ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণাকে কটাক্ষ তৃণমূলের
দীর্ঘকাল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও বিজেপি মনে করে দেশ এবং জাতীয় নিরাপত্তার ব্যাপারে অমরিন্দর সিংয়ের সঙ্গে তাদের চিন্তাভাবনায় মিল রয়েছে৷ কেননা তিনি একসময় দেশের হয়ে যুদ্ধ করেছেন৷ অমরিন্দরের দেশের প্রতি ভালোবাসা তাঁকে বিজেপির একটা অংশের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে৷ দুষ্মন্ত গৌতম তাই বলেছেন, ‘আমরা জাতীয়তাবাদী এবং যাঁরা দেশের নিরাপত্তার কথা ভাবে তাঁদের সঙ্গে হাত মেলাতে সবসময় প্রস্তুত৷ জোটের জন্য আমাদের দরজা সবসময় খোলা৷ যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বরাই নেবেন৷’
কিন্তু এই বিজেপি একটা সময় অমরিন্দরের বিরোধিতা করত৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারের বিরুদ্ধে সুর চড়াত৷ দুষ্মন্ত গৌতম কথায়, ‘তাঁর কোনও কথা বা কাজ পঞ্জাবের মানুষের স্বার্থবিরোধী হলে আমরা তখন বিরোধিতা করেছি৷ কিন্তু জাতীয় নিরাপত্তা বা সীমানা সুরক্ষার সময় আমরা সবসময় তাঁর প্রশংসা করেছি৷ তিনি একজন সৈনিক ছিলেন৷ আমরা মনে করি, তিনি ভালো দেশপ্রেমিক৷’
আরও পড়ুন: গড়িয়াহাট জোড়া খুনের রহস্যভেদ, ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার বাড়ির পরিচারিকা
অপরদিকে বিজেপিকেও সাম্প্রদায়িক মনে করেন না অমরিন্দর৷ সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, পঞ্জাবে সব ধর্মের মানুষ মিলে-মিশে থাকে৷ সেখানে (বিজেপির জন্য) কখনও ধর্মীয় বিভাজন দেখা যায়নি৷ হয়তো দেশের অন্য কোথাও হতে পারে৷ হয়তো কংগ্রেস মনে করে বিজেপি সাম্প্রদায়িক৷ কিন্তু আমি মনে করি না৷