ওয়েব ডেস্ক: ট্রাইব্যুনালে বিপাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি আপাতদৃষ্টিতে দোষী অভিমত দিয়ে পুলিশকর্তা বিকাশ কুমারকে (Vikash Kumar) সাসপেন্ড করার সরকারি নির্দেশ খারিজ করল ট্রাইব্যুনাল।
চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ বিকাশ কুমার বিকাশকে সাসপেন্ড করে কর্নাটক সরকারের দেওয়া নির্দেশ খারিজ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (Central Administrative Tribunal)।
ট্রাইব্যুনালের অভিমত, বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণ ছাড়াই যান্ত্রিকভাবে ওই পুলিশকর্তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে অবিলম্বে পুনর্বহাল করার নির্দেশ ক্যাট-এর।
আরও পড়ুন: অসম সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের, কেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) জয়ের পরিপ্রেক্ষিতে ৪ জুন ওই স্টেডিয়ামে আয়োজিত বিজয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও ৫৬ জন আহত হয়। এই প্রেক্ষাপটে কর্নাটক সরকার বিকাশ ছাড়াও আরও চার পুলিশকর্তাকে সাসপেন্ড করে।
কারণ দর্শানোর নোটিস বা নিজ বক্তব্য বলার সুযোগ না দিয়েই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। দেখা যাচ্ছে, পুলিশের কাছ থেকে কোনও অনুমতি না নিয়ে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের অনুমোদন ছাড়াই আরসিবি সোশ্যাল মিডিয়া মারফত জনসাধারণকে এই অনুষ্ঠানের যোগ দেওয়ার আহ্বান জানায়। অত্যন্ত খারাপ আচরণ, দুর্নীতি, ফৌজদারি অবহেলা ইত্যাদির ক্ষেত্রে চরম পদক্ষেপ হিসেবে কোনও পুলিশ অফিসারকে সাসপেন্ড করা যায়। কিন্তু এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত এখনও চলছে এবং প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য নেই। তাই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ অযৌক্তিক। সেই সূত্রে ওই নির্দেশ খারিজ হওয়া উচিত বলে ট্রাইব্যুনালে দাবি বিকাশের।
আরসিবি সোশ্যাল মিডিয়া মারফত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকলকে ডাক দেয়। ফলে ৩৫ হাজার লোকের জন্য তৈরি স্টেডিয়ামে তিন থেকে পাঁচ লক্ষ লোক হয়ে যাওয়ায় কারণে আরসিবিকে প্রাথমিক দৃষ্টিতে দায়ী মনে করার যথেষ্ট কারণ আছে। মনে রাখতে হবে, ভিড় নিয়ন্ত্রণে পুলিশের হাতে আলাদিনের প্রদীপের মতো কোনও জাদুশক্তি নেই। অভিমত ও মন্তব্য ট্রাইব্যুনালের।
দেখুন অন্য খবর: