ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের ভাঁড়ারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) লক্ষ্মীর ভাণ্ডার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকর্ড পরিমাণে লভ্যাংশ (Divident) দিচ্ছে (Transfer) কেন্দ্রীয় সরকারকে (Centre)। এই অর্থ বছরে ২.৬৯ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। আরবিআইয়ের বর্তমান গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরসদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে জানাল আরবিআই। এর আগে ২০২৪ সালে আরবিআই কেন্দ্রীয় সরকারকে ২.১ লক্ষ কোটি টাকা দিয়েছিল। এবার তা তার থেকে বেশি। তবে বাজার বিশেষজ্ঞরা অনেকে এর চেয়েও বেশি অঙ্কের কথা জানিয়েছিলেন এবার। ২০২৩ সালে আরবিআই কেন্দ্রীয় সরকারকে দিয়েছিল ৮৭ হাজার ৪২০ কোটি টাকা। বন্ডের মতো বিদেশি বিনিময় সম্পত্তি (ফরেক্স অ্যাসেট) বিক্রি করে এই আয় হয়েছে। ফরেক্স বিক্রি, ফরেক্স সম্পত্তি বিক্রি করে আরবিআইয়ের এই উচ্চ আয়। ভিআরআর (ভেরিয়েবল রেট রেপো) অপারেশন যাতে ঋণের ক্ষেত্রে সুদে প্রভাব খাটিয়ে আরবিআইয়ের উচ্চ আয় হয়েছে।
আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ করোনা পরিস্থিতিতে বোর্ড সিআরবি (কন্টিনজেন্ট রিস্ক বাফার) ৫.৫০ রাখতে চেয়েছিল। ২০২২-২৩ সালে সিআরবি (CRB) বাড়ানো হয় ৬.০০। ২০২৩-২৪ সালে তা আরও বাড়িয়ে ৬.৫০ শতাংশ করা হয়। ইসিএফ (ECF), অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে সেন্ট্রাল বোর্ড এবার সিআরবি ৭.৫০ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বোর্ড ২, ৬৮, ৫৯০.০৭ কোটি টাকা হস্তান্তর করার জন্য অনুমোদন করে। সেন্ট্রাল বোর্ড অনুমোদন করে পুনর্মূল্যায়ন করা ইকনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক (ইসিএফ)। তারপরই এই হিসেব উঠে আসে।
আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে ভবিষ্যত বাণিজ্য নির্ধারণের গতিপথ ঠিক করতে এখন কার্যত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দরদাম চলছে। সেই সময় কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপ।