পুরী : করোনা (COVID-19) পরিস্থিতিতে শুধু পুরী (Puri) নয়, সারা ওড়িশা (Odisha) রাজ্যেই বাতিল হয়ে গেল রথযাত্রা। গত বছরের মত এবারেও ভক্তহীন রথযাত্রা (Rathyatra) পালিত হবে পুরীতে। এ বছর জগন্নাথের পুজো থেকে শুরু করে স্নানযাত্রা, কোভিড বিধি মেনেই করা হয়েছে সব কিছু। ২৪ জুন ছিল জগন্নাথের স্নানযাত্রা। কিন্তু ছিল না ভক্ত সমাগম। সেবায়েতদের মধ্যেও যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে, তাঁরাই শুধুমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পুরীর রথযাত্রা ভক্তহীন হবে সে বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ফের এক নয়া নির্দেশ জারি করা হল সুপ্রিম কোর্টের তরফে।
আরও পড়ুন : পুরীর স্নান যাত্রায় সাধারণের প্রবেশ নিষেধ
প্রথম নির্দেশে বলা হয়েছিল, পুরীতে রথযাত্রা হলেও তা শুধু পুরীর জগন্নাথ মন্দিরে সীমাবদ্ধ থাকবে। কিন্তু পুরী ছাড়াও ওড়িশার অন্যান্য জেলায় রথযাত্রার আয়োজন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়। যে আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আগামী ১২ জুলাই রথযাত্রা। ওই দিন নিয়ম মেনেই পুরী মন্দিরে পালিত হবে রথযাত্রা। গত বছরের মত এবছরও দর্শকহীন ও ভক্তহীন হবে রথযাত্রা। তবে এই নয়া নির্দেশ নিয়ে সুপ্রম কোর্ট বলেছে, ”আশা করা যায় ঈশ্বর পরের বছর রথযাত্রার অনুমতি দেবেন।”