লখনউ: ভারতে আইনত নিষিদ্ধ তিন তালাক৷ কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই প্রথা এখনও টিকিয়ে রেখেছেন অনেকেই৷ পান থেকে চুন খসলেই স্ত্রীদের তিন তালাক দিচ্ছেন তাঁরা৷ এ বার উত্তরপ্রদেশের মেরঠে কনস্টেবল স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী৷
আরও পড়ুন: জম্মুতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ, তদন্তে এনআইএ
তবে স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগ আনার আগে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা৷ পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, গত বুধবার শ্বশুরের হাতে ধর্ষিতা হন৷ সেই সময় ওই মহিলা বাড়িতে একাই ছিলেন৷ অভিযোগ, ঘরে কেউ না থাকায় বউমাকে ধর্ষণ করেন শ্বশুর৷ পরে হুমকিও দেন৷ জানান, ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে৷ কিন্তু তিনি স্বামীকে সবটা জানান৷ আর এই কথা জানানোর পরই তাঁকে তিন তালাক দেন স্বামী৷
আরও পড়ুন: ‘মন কি বাত’-এ মিলখা স্মরণ প্রধানমন্ত্রীর
শ্বশুর নাজির আহমেদ এবং স্বামী আবিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় জোড়া অভিযোগ জানিয়েছেন ওই মহিলা৷ তিনি জানান, তিন বছর আগে আবিদের সঙ্গে নিকাহ হয়৷ কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার করা হত তাঁকে৷ অভিযোগ, ধর্ষণের কথা স্বামীকে জানানোর পর তাঁকে মারধর করেন আবিদ৷ এর পর তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন৷ তাই ওই মহিলা থানায় অভিযোগ জানান৷ তদন্তকারীরা জানিয়েছেন, নাজির এবং আবিদ দু’জনেই পুলিশে কর্মরত৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷