লখিমপুর লখিমপুর কাণ্ডের (Lakhimpur violence) অন্যতম এক সাক্ষীর উপর হামলা।আক্রান্ত হরদীপ সিং। গুরুদ্বার থেকে বাড়ির পথে ফিরছিলেন তিনি। সেই সময় ওই সাক্ষীর ওপর হামলা করা হয়। জানা যাচ্ছে, হরদীপের মাথায় চোট লেগেছে। ঘটনাটি ঘটেছে রামপুর জেলার বিলাসপুর থানা এলাকায়। হরদীপ বিলাসপুর থানায় তাহরির নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
হরদীপ জানান, যে গাড়ির ধাক্কায় লখিম্পুর খেড়িতে চারজন কৃষকের পিষে মৃত্যু হয়, সেই ঘটনায় তিনিও গুরুতর জখম হন।সেই কারণেই তিনি অন্যতম প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। লখিমপুর কাণ্ডে এক অভিযুক্ত মেহের সিং দেওল, ঘটনার পর থেকেই তাঁকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছে। সে ব্যাপারে লখিম পুরের এসএসপিকে হরদীপ বিস্তারিত লিখিতভাবে জানিয়েছেন। হরদীপের উপর হামলা হয় সোমবার রাতে। বিলাসপুর থেকে নবাবগঞ্জ যাওয়ার পথে মেহেরের নেতৃত্বে একদল তাঁদের গাড়ি আটকায়।
হরদীপের সঙ্গে তার তিন বন্ধুও ছিল। মেহর পিস্তল তাক করে তাঁকে হুমকি দেয়। লখিমপুরের ঘটনায় সাক্ষ দিলে তাঁকে মেরে ফেলবে। এর পরই আচমকা সে কপালে পিস্তল দিয়ে আঘাত করে। পরে হরদীপ থানায় লিখত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন Brooklyn Subway Attack: নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা