চণ্ডীগড়: আন্দোলনরত কৃষকদের উপরে লাঠি চার্জের নির্দেশ দিয়েছিলেন মহকুমা শাসক আয়ুশ সিনহা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই মহকুমা শাসককে পালটা আক্রমণ করেছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। কৃষকদের প্রহারের নির্দেশ দেওয়া মহকুমা শাসককে ‘সরকারি তালিবান’ বলে কটাক্ষ করেছেন তিনি।
গত সপ্তাহের অন্তিম দিনে মহকুমা শাসকের নির্দেশের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ভিত্তিতে রবিবার মুখ খোলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেছেন, “একজন সরকারি আধিকারিক কৃষকদের মাথা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারা আমাদের খালিস্তানিও বলে থাকেন।”
আরও পড়ুন- মমতাকে অসম-ত্রিপুরায় রেড কার্পেটে স্বাগত জানানো হবে: হিমন্ত
এরপরেই রাকেশ টিকায়েত বলেছেন, “আমাদের খালিস্তানি বা পাকিস্তানী যাই বলুক না কেন, আমরা বলব- ওই আধিকারিক ‘সরকারি তালিবান’।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “এই ধরণের কথা যে আধিকারিক বলে তাঁদের মাওবাদী অধ্যুষিত এলাকায় বদলি করে দেওয়া উচিত। ওই আধিকারিক ‘সরকারি তালিবানে’র নেতা।”
আয়ুশ সিনহা
শনিবার হরিয়ানায় কৃষক আন্দোলন ভন্ডুল করতে কার্নালের মহকুমা শাসক আয়ুশ সিনহা পুলিশকে লাঠি চার্জের নির্দেশ দিয়েছিলেন৷ পরে জানা যায়, পুলিশের লাঠি চার্জে ১০ জন কৃষক গুরুতর জখম হয়েছেন৷ কৃষকদের অপরাধ ছিল যে, মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার , রাজ্য বিজেপি প্রধান ওম প্রকাশ ধনকড়-সহ অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে অবরোধ করেছিল৷
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলকর্মীর বাড়িতে গরহাজির CBI, প্রশ্নের মুখে নিরপেক্ষতা
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, কার্নালের মহকুমা শাসক আয়ুশ সিনহা একদল পুলিশের সামনে দাঁড়িয়ে আছেন৷ পুলিশরা কী করবে তা নির্দেশ দিচ্ছেন৷ যাতে কোনও ভাবেই কৃষকরা ব্যারিকেডের ওপাশে যেতে না পারেন৷
আয়ুশ সিনহা পুলিশদের বলছেন, ‘এটা খুব সহজ সরল ব্যাপার যে কেউই হোক না কেন, তারা কেউই যেন ওখানে পৌঁছতে না পারে৷ যে কোনও মূল্যে কেউই যেন ওখানে যেতে না পারে৷ শুধু আপানারা লাঠি তুলবেন আর পেটাবেন……এটা খুবই পরিষ্কার, এর বাইরে আর কোনও নির্দেশের প্রয়োজন নেই৷ তাদের শুধু কঠোরভাবে আঘাত কর। আমি যদি একজনও বিক্ষোভকারীকেও দেখি, সঙ্গে সঙ্গে আমি দেখতে চাই মাথা-হাত পা গুড়িয়ে গিয়েছে৷’ এখানেই ভিডিও-টি শেষ হয়নি৷ মহকুমা শাসককে আরও বলতে শোনা গিয়েছে, ‘আর কোনও সন্দেহ আছে? প্রত্তুত্যরে পুলিশ দল উত্তর দেয়, না স্যার৷’
I hope this video is edited and the DM did not say this… Otherwise, this is unacceptable in democratic India to do to our own citizens. pic.twitter.com/rWRFSD2FRH
— Varun Gandhi (@varungandhi80) August 28, 2021