নয়াদিল্লি: সংসদে অধিবেশনে (Winter Session) বিশৃঙ্খলা তৈরির দায়ে সোমবার সাসপেন্ড করা হয়েছিল ১২ জন রাজ্যসভার সাংসদকে। মঙ্গলবার এই সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নায়ডুর (M Venkaiah Naidu) দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিলেন তিনি। জানিয়ে দিলেন, ‘অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির দায়ে রাজ্যসভার চেয়ারম্যান সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। প্রস্তাবটি সংসদ দ্বারা বিবেচনা করে পাস হয়েছিল। আমি মনে করি না বিরোধীদের আবেদন বিবেচনার যোগ্য।’
মঙ্গলবার সকালে এই সাসপেনসনের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন সাসপেন্ড হওয়া দুই তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী (Santa Chetri) এবং দোলা সেন (Dola Sen)। সাসপেনশন তুলে নেওয়ার দাবিতেই এই ধর্না। অন্যদিকে, চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নায়ডু এই সাসপেনশন তুলে না নেওয়ার কারণে তৃণমূল ছাড়া রাজ্যসভা থেকে বাকি বিরোধীদের ওয়াক আউট করে। পরে অবশ্য তৃণমূলও ওয়াকআউট করে। যে কারণে লোকসভার অধিবেশন ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
ফোনে আড়ি পাতা কাণ্ড এবং কৃষি আইন নিয়ে আলোচনা চেয়ে বাদল অধিবেশনে সংসদে হুলস্থুলু কাণ্ড বাঁধিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা৷ এমনকী বাদল অধিবেশনের শেষ দিন, ১১ অগস্ট পেগাসাস ইস্যুতে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। সেই সময় থেকেই ওই সাংসদদের শাস্তির দাবি জানিয়ে আসছিলেন বিজেপি সাংসদরা।
আরও পড়ুন – অধিবেশনে বিশৃঙ্খলার দায়, রাজ্যসভায় সাসপেন্ড ১২ সাংসদ
সোমবার শীতকালীন অধিবেশন শুরু হতেই বিক্ষোভকারী বিভিন্ন দলের ১২ সাংসদের শাস্তির দাবি জানায় সরকারপক্ষ। এরপরেই শীতকালীন অধিবেশনের প্রথম দিন শাস্তি হিসেবে পুরো অধিবেশনের জন্য ওই ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন চেয়ারম্যান। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ৬ জন কংগ্রেসের, ২ জন তৃণমূলের, ২ জন শিবসেনার, ১ জন সিপিএম এবং ১ জন সিপিআইয়ের।