ওয়েব ডেস্ক: শুক্রবার ভূজ এয়ার ফোর্স স্টেশন পরিদর্শনে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের জন্য জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। বায়ুসেনাদেরদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় আপনারা যা করেছেন, তা সকল ভারতীয়কে গর্বিত করেছে। এখান থেকে পাকিস্তানকে এক হাত নিলেন বলেন, ‘পাকিস্তানকে সবক শেখাতে ভারতীয় বায়ুসেনার মাত্র ২৩ মিনিটই যথেষ্ট ছিল’। ‘জঙ্গিদের মদতদাতা’ পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। সেই ঋণ নিয়ে সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করলেন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের উচিত পাকিস্তানেকে (Pakistan) ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
এদিন ভুজে রাজনাথ বলেন, মোদির জমানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা ও কার্যক্ষমতার অনেক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভগবান রামের আদর্শেই চলি। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, সঠিক সময় গোটা পিকচার দেখাব।’ এদিন বায়ুসেনাদের উদ্দেশে বলেন, আমি নিশ্চিত যে আপনারা ভারতের সীমান্ত নিরাপদ রাখবেন। এই অভিযানে আপনারা কেবল শত্রুর উপর আধিপত্য বিস্তার করেননি, বরং তাদের ধ্বংস করতেও সফল হয়েছেন। আমাদের বিমান বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। আমাদের বিমান বাহিনী এমন একটি ‘আকাশ বাহিনী’ যা তার বীরত্ব, গৌরব দিয়ে আকাশের নতুন উচ্চতা স্পর্শ করেছে। এটা কোনও ছোট বিষয় নয় যে আমাদের বিমান বাহিনী পাকিস্তানের প্রতিটি কোণে প্রবেশাধিকার পেয়েছে, এটি সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে।’
আরও পড়ুন: গুজরাটের নামী সংবাদপত্রের মালিককে গ্রেফতার করল ইডি
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আজ পরিস্থিতি এমন যে ভারতের যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম না করেই এখান থেকে পাকিস্তানের পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পরে তাদের অনেক বিমানঘাঁটি অভিযানে ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তান নিজেই ব্রহ্মস মিসাইলের শক্তি মেনে নিয়েছে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির একেবারে বেহাল দশা। এমন আবহে ইসলামাবাদকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার-এর বাড়তি ঋণ মঞ্জুর করেছে IMF। পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। রাজনাথ বললেন, “আইএমএফ পাকিস্তানকে অর্থসাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা। সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও অর্থ সাহায্য ঘোষণা করেছে।
দেখুন ভিডিও