ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুর-পরবর্তী (Operation Sindoor) পরিস্থিতিতে দেশের বিরোধী দলগুলিকে আস্থায় নিতে সর্বদল বৈঠকের আয়োজন ডেকেছিল কেন্দ্র। বৈঠকে নিজে উপস্থিত না থাকলেও, দেশের নাগরিক ও রাজনৈতিক মহলের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বৈঠকে প্রধানমন্ত্রী মোদির বার্তা পড়ে শোনান—“কঠিন সময়ে গোটা দেশের একজোট থাকা জরুরি।”
বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর-এ ভারতীয় সেনা (Indian Army) নিখুঁত এবং সফলভাবে পাকিস্তানের (Pakistan) জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে। এই অভিযানে অন্তত ১০০ জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানান দেশের প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, ভারত যুদ্ধ চায় না। তবে পাকিস্তান ফের আগ্রাসন দেখালে, তার জবাব আরও কঠিন হবে এবং সেই প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।
আরও পড়ুন: মোক্ষম জবাব! লাহোরে পাক ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ ধ্বংস করল ভারত
বৈঠক শেষে বিরোধী শিবিরও কেন্দ্রের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মল্লিকার্জুন খাড়গে জানান, “সরকার আমাদের কিছু গোপন তথ্য দিয়েছে, যা প্রকাশ করা যাবে না। তবে জাতীয় স্বার্থে আমরা সরকারের পাশে আছি।” তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছি। একইসঙ্গে বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছি।”
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম সারির প্রায় সব মন্ত্রী এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধী শিবির থেকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিব সেনার সঞ্জয় রাউত ও এনসিপির সুপ্রিয়া সুলেরা।
দেখুন আরও খবর: