নয়াদিল্লি: নকশাল (Naxal) উপদ্রুত ছত্তিশগড়ের (Chhattishgarh) জঙ্গল মহলে ভোট বয়কটের ডাক সত্ত্বেও সেখানে নির্বাচনের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন সরকারি চাকুরে ‘নিউটন’ (Newton Movie)। ২০১৭ সালের সিনেমার সেই নায়ক রাজকুমার রাও (Rajkumar Rao) এবার ভারতের নির্বাচন কমিশনের (ECI) নায়ক হতে চলেছেন।
বহু পুরস্কার জেতা নিউটন সিনেমায় রাজকুমারের অভিনয় দর্শকমনে জায়গা করে নিয়েছিল। এবার ভোটারের মন জয় করতে রাওকে নির্বাচন কমিশন জাতীয় প্রতিমূর্তি (National Icon) করতে চলেছে। প্রতিবার ভোটদানে উৎসাহিত করতে কমিশন একজন করে প্রখ্যাত ভারতীয়কে আইকন হিসেবে তুলে ধরে। এবার সেই জায়গায় বসতে চলেছেন রাজকুমার রাও।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar) আগামিকাল, বৃহস্পতিবার রাওকে ন্যাশনাল আইকন হিসেবে নিয়োগ করবেন। নিউটন সিনেমায় রাওকে এক আদর্শবাদী সরকারি কেরানি চরিত্রে দেখা গিয়েছিল। যিনি নকশাল উপদ্রুত ছত্তিশগড়ের গভীর জঙ্গলের ভিতর এক ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোট করানোর জন্য শেষ চেষ্টা করে গিয়েছিলেন।
ছবিটি হিন্দি ভাষায় সেরা কাহিনি চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। ৯০-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার প্রতিযোগিতায় সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল। রাজকুমার রাওয়ের নির্বাচন কমিশন পঙ্কজ ত্রিপাঠি, আমির খান, শচীন তেণ্ডুলকর, এমএস ধোনি, মেরি কমকে জাতীয় আইকন পদে নিয়োগ করেছিল।