লখনউ: সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবি ‘জেলর’। মুক্তির ১০ দিনের মাথায় জেলর-এর আয় হয়েছে ৫০০ কোটি টাকা। শনিবার ১৯ অগাস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর লখনউয়ের বাসভবনে দেখা করেন অভিনেতা। সম্প্রতি তাঁদের সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, যোগীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় রজনীকান্তকে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, ৭২ বছরের অভিনেতা কেন আচমকা তাঁর থেকে বয়সে ছোট মুক্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে প্রণাম করলেন?
এ বিষয়ে মুখ খুলেছেন দক্ষিণী সুপারস্টার। তিনি জানান, এটা তাঁর অভ্য়াস। যখন কোনও সন্ন্যাসী বা ও যোগী তাঁর সামনে থাকেন, তখন তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশির্বাদ নেন। এতে কোনও বিতর্কের ব্যাপার নেই বলেও জানিয়েছেন তিনি। রজনীকান্ত আরও বলেন, একজন সন্ন্যাসী হোক বা যোগী, আমার চেয়ে বয়সে ছোট হলেও তাঁদের পায়ে পড়ে প্রণান করা আমার অভ্যাস। আমি সেটাই করেছি।
আরও পড়ুন: যাদবপুরের পর বিশ্বভারতী, সহপাঠীকে র্যাগিংয়ের অভিযোগ ৩ পড়ুয়ার বিরুদ্ধে
তাঁর এই সাক্ষাতের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় তুলেছিল। বিশেষ করে তামিলনাড়ুতে, কারণ অনেকের প্রশ্ন, ৭২ বছর বয়সী অভিনেতার পক্ষে খুব কম বয়সী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পা স্পর্শ করা ঠিক ছিল কিনা। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, রাজনীতি নিয়ে কথা বলতে চান না।
উত্তরপ্রদেশে দক্ষিণের থালাইভা শুক্রবারই যোগী রাজ্যে পৌঁছেছেন। ‘জেলার’ সিনেমার স্ক্রিনিং ছিল সেখানে। আর শনিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও। অন্যদিকে, রজনীকান্তকে তার সিনেমার জন্য শুভকামনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী । তাঁকে একটি বই ও গণেশের একটি ছোট মূর্তি উপহার দেন।