জয়পুর: কেরল, অন্ধ্রপ্রদেশের পর এ বার রাজস্থানের চার জেলার পঞ্চায়েত নির্বাচনেও (Rajasthan panchayat elections) ভরাডুবি হল বিজেপির। পঞ্চায়েত সমিতিতে মোট আসন প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও কংগ্রেসের থেকে ১১৩ আসন কম পেয়েছে বিজেপি। ৯৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে আইএনডি। সিপিএমের অবস্থাও ভয়াবহ। সেভাবে দাঁত ফোটাতে পারেনি মায়াবতীর বিএসপিও (Rajasthan panchayat elections)।
রাজস্থান নির্বাচন কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের ১২,১৫ এবং ১৯ তারিখ করৌলি, বারান, শ্রী গঙ্গানগর এবং কোটা জেলার ১০৩টি জেলা পরিষদ এবং ৫৬২টি পঞ্চায়েত সমিতির আসনে ভোট হয়। পঞ্চায়েত সমিতির আসনগুলির মধ্যে কংগ্রেস ২৭৮টি, বিজেপি ১৬৫টি এবং আইএনডি ৯৭টি আসন পেয়েছে। এছাড়া বিএসপি ১৪, সিপিএম ১৩টি আসন পেয়েছে।
এর আগে সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশে স্থানীয় নির্বাচনেও ভরাডুবি হয় বিজেপির। অন্ধ্রপ্রদেশের মণ্ডল পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে ৯০ শতাংশ আসনই নিজেদের দখলে রাখে জগন মোহন রেড্ডির দল যুবযান শ্রমিক রায়াতু বা ওয়াইএসআর। ৫১৫টি আসনের মধ্যে ওয়াইএসআর ৫০৫টি আসন পায়। জেলা পরিষদে খাতায় খুলতে পারেনি গেরুয়া শিবির। মণ্ডল পরিষদের ৭২১৯টি আসনের মধ্যে বিজেপি মাত্র ২০টি আসন পায়।
আরও পড়ুন: Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে স্থানীয় নির্বাচনে ভরাডুবি বিজেপির
অগস্টে কেরলে পুরসভা-পঞ্চায়েত উপনির্বাচনে ভরাডুবি হয়েছিল বিজেপির। পঞ্চায়েত, পুরসভা সহ অন্যান্য লোকাল বডির উপ-নির্বাচনে ১৫টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি গেরুয়া শিবির। বিজেপি খাতা খুলতে না পারলেও কড়া টক্কর হয়েছিল কংগ্রেস ও বামেদের। শাসক দল লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) ৮টি ওয়ার্ডে জেতে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট(ইউডিএফ) ৭টি জেতে।