জয়পুর : কথায় বলে, পিরিতি কাঁঠালের আঠা । সেই প্রেমের জন্য মানুষ অনেক কিছুই করতে পারেন । আবার প্রেমের ফাঁদে অনেক সময়ে দুর্দশার শিকার হতে হয়। সেই পরিণতিও অনেক ভয়ানক হতে পারে। তেমনই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমের রাজ্য রাজস্থান। যেখানে রয়েছে সুবিশাল পাকিস্তান সীমান্ত।
পাক মহিলার কাছে ভারতীয় সেনার গোপন নথি পাচার করার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। পাকিস্তানের ওই মহিলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, ওই সরকারি কর্মী যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে নিজের কার্যসিদ্ধি করেছিল পাকিস্তানের মহিলা গুপ্তচর। যদিও এখনও প্রেমের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন- ভবানীপুরে প্রিয়াঙ্কা প্রার্থী হওয়ায় খুশি বাবুল, ফেসবুক পোস্টে জানালেন অভিনন্দন
অভিযুক্ত যুবক ভারতীয় রেলের ডাক বিভাগের কর্মী। ২৭ বছর বয়সী ওই যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ হয় গোয়েন্দাদের। ভারতীয় সেনা এবং রাজস্থান রাজ্য সরকারের গোয়েন্দা বাহিনী শুরু করে অভিযান। সেই অভিযানেই হাতেনাতে ধরা পরে গিয়েছে ওই যুবক। জানা গিয়েছে, পাকিস্তানের এক মহিলা এজেন্টের কাছে সে পাচার করেছে ভারতীয় সেনার নানাবিধ গুরুত্বপূর্ণ নথি। যা সমগ্র দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভয়ঙ্কর।
সীমান্তে মোতেয়ন ভারতীয় সেনা
ভারতীয় রেলের ডাক বিভাগের মাধ্যমে বিভিন্ন সরকারি নথি আদান প্রদান হয়ে থাকে। সেই কাজের দায়িত্বে থাকেন রেলের ডাক বিভাগের কর্মীরা। তেমনই সেনাবাহিনীর নথিও ডাক বিভাগের মাধ্যমেই এক জায়গা থেকে অন্যত্র পাঠানো হয়ে থাকে। সেই দায়িত্ব পেয়েছিল অভিযুক্ত যুবক। যার থেকে তা চলে গিয়েছে পাকিস্তানের মহিলা এজেন্টের কাছে। এখনও পর্যন্ত কত পরিমাণ নথি পাচার করা হয়েছে তা জানার জন্য ধৃতকে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন- রহস্যজনকভাবে খুন প্রাক্তন বিজেপি নেতা আত্মারাম তোমার, ঘর থেকে উদ্ধার দেহ
এই ধরণের ঘটনা অবশ্য নতুন নয়। গত জুলাই মাসে রাজস্থানের পোখরানের সেনা আবাসে সবজি সরবারহকারী ব্যক্তিকে একই কারণে গ্রেফতার করা হয়েছিল। সেই সঙ্গে আরও এক সেনা জওয়ানকেও গ্রেফতার করা হয়। এই ঘটনাত পিছিনে পাক হাইকমিশনের এক সদস্যের হাত ছিল বলে জেরায় জানায় ওই ধৃত সবজিওয়ালা। চলতি বছরেরই গত এপ্রিল মাসে পাঞ্জাব থেকে হরপাল সিং নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় একই কারণে।