ওয়েবডেস্ক: পহেলগাম (Pahalgam) হামলার পরে যুদ্ধ বিরতি (ceasefire) ঘোষণা নিয়ে সংসদে (Parliament) বিশেষ অধিবেশন (Special Session) ডাকার জন্য প্রধামন্ত্রীর (Pm Narendra Modi) কাছে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) সহ সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল গান্ধী বিরোধীদের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দ্রুত আলোচনার আর্জি জানিয়েছেন।
চিঠিতে পহেলগাম হামলা, যুদ্ধবিরতি , আমেরিকার হস্তক্ষেপ নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে সহ সাংসদ রাহুল গান্ধী। রাহুল আরও জানিয়েছেন, পহেলগামে জঙ্গি হামলা, অপারেশন সিঁন্দুর, যুদ্ধ বিরতি প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনা করলে আগামীদিনে আমাদের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা সহজ হবে।
খাড়গে একইভাবে জানিয়েছেন, সর্বশেষ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা আপনাকে আগেই চিঠি দিয়েছেন। সব বিরোধী দলের তরফ থেকে আমাদের অনুরোধ পহেলগাম হামলা, অপারেশন সিঁন্দুর, যুদ্ধ বিরতি, প্রথম ওয়াশিংটন ডিসি থেকে যুদ্ধ বিরতির ঘোষণা এবং পরবর্তীতে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মতি। এই সমস্ত বিষয় সংসদে বিশেষ অধিবেশন রাখা হোক।
আরও পড়ুন: ৫ লাখ টাকার কোকেইন নেওয়ার সময় গ্রেফতার তরুণী ডাক্তার
ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির পর থেকেই বিরোধী নেতারা সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে আসছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিহানার জবাবে ৭ মে ‘অপারেশন সিঁন্দুর ‘ এয়ার স্ট্রাইক অভিযান চালায় ভারত। ৯টি জঙ্গি ঘাঁটি ধবংস করে দেওয়া হয়। পাঁচজন কুখ্যাত সন্ত্রাসী নিকেশ হয়। এর পরেই হঠাৎ করে আমেরিকার কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব জানায় পাকিস্তান। আমেরিকার পক্ষ থেকে ভারতকে যুদ্ধ বিরতি প্রস্তাব দিলেও প্রথমে অনড় থাকে ভারত। এর পরে যুদ্ধ বিরতিতে সায় দেয় ভারত। ১০ মে বিকেল ৫ টা থেকে যুদ্ধ বিরতি দুই দেশের সম্মতিতে প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ মে দুপুর ১২ টা পর্যন্ত যুদ্ধ বিরতি ছিল। কিন্তু তার আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পাকিস্তান হামলা শুরু করে। জম্মু কাশ্মীরের ১১ টি সীমান্ত এলাকায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে । গত তিন ঘণ্টায় উধমপুর, আখনুর, নওশেরা, পুঞ্চ, রাজৌরি সহ একাধিক জায়গায় গুলি বর্ষণ করে পাক সেনা। আকাশসীমা পার করে ড্রোন হামলা শুরু করে। শ্রীনগরও বিস্ফোরণে কেঁপে ওঠে। রাজস্থানের জয়শলমীর, বারমের, পঞ্জাবের মোগা, ফিরোজপুর, বার্নালা, হোশিয়ারপুর, ফাজিলকা, পাঠানকোট, পাতিয়ালা, মুক্তসার। গুজরাটের কচ্ছ, ভুজ। পাশাপাশি জম্মু শহর সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়। আলো নিভিয়ে দেওয়া হয় রিয়াসি, আর এস পুরা, কাটরা, শ্রীনগর, উধমপুর, কাঠুয়ার, নাগরোটা, রাজৌরি।
দেখুন ভিডিও-