নয়াদিল্লি: প্রতিরক্ষা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন রাহুল গান্ধি। তাঁর পিছু নিলেন সংসদের আরও কিছু সদস্য। কারণ, চিন ইস্যু নিয়ে কথা বলতে নাম দেওয়া হয়নি। তাই আচমকাই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বাংলায় তৃতীয় ঢেউ রুখতে জেলায় জেলায় সেন্টিনেল সার্ভে
বুধবার দুপুরের বৈঠকে রাহুল গান্ধি সহ একাধিক কংগ্রেস সাংসদ উপস্থিত ছিলেন। রাহুল গান্ধি চিনের আগ্রাসন নীতির জবাবে ভারতের অবস্থান কী, সে বিষয়েও জানতে চান। কিন্তু বৈঠকে এই বিষয়ে কথা বলতে মানা করা হয়৷ রেগে যান রাহুল গান্ধি। সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে যান।
আসন্ন বাদল অধিবেশনের জন্য প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। সনিয়া গান্ধীর নেতৃত্বে যে সংসদীয় কৌশল বৈঠক করা হয়, তাতে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়েও কথা বলা হবে বলে জানানো হয়েছে।রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে কংগদ্রেসের জোটসঙ্গীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দ্রুত উপনির্বাচনের দাবিতে আজই কমিশনে যাচ্ছে তৃণমূল
চিন ও লাদাখ ইস্যু নিয়ে গতবছর থেকেই সরব হয়েছেন রাহুল গান্ধি। তিনি বহুবার দাবি করেছেন, চিন ভারতের মাটি দখল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত কিছু জেনেও চুপ রয়েছেন৷ কারণ তিনি চিনকে ভয় পান। যদিও বিজেপির তরফে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। এ দিনের বৈঠকেও ঘটনার পুনরাবৃত্তিতে বৈঠক ছাড়েন রাহুল।