শ্রীনগর: দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পৌঁছলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)৷ তবে সফর শুরুর আগে বৈষ্ণোদেবী (Vaishno Devi) মন্দিরে যান তিনি৷ সেখানে বৈষ্ণোমাতার আর্শীবাদ নেন কংগ্রেস সাংসদ৷ দর্শন সেরে বেরিয়ে আসার পরই শুরু হয় রাহুলের রাজনৈতিক সফর৷
ঠাসা কর্মসূচি নিয়ে জম্মু ও কাশ্মীর গিয়েছেন রাহুল গান্ধী৷ তাঁর লাদাখে যাওয়ার কথা রয়েছে৷ তবে সফর শুরুর আগে তিনি বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে চেয়েছিলেন৷ তাই বৃহস্পতিবার কাটরা থেকে সোজা চলে যান বৈষ্ণোদেবী মন্দিরে৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও ১৪ কিমি হাঁটেন তিনি৷ পাহাড়ের উপর মন্দিরে পৌঁছন রাহুল৷ সেখানে মায়ের দর্শন সারেন৷ মন্দির থেকে বেরিয়ে আসার পর তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ তবে রাহুল বলেন, ‘আমি মায়ের আর্শীবাদ নিতে এসেছি৷ এখানে কোনও রাজনৈতিক মন্তব্য করব না৷’ রাহুল যখন হাঁটছিলেন তখন সাংবাদিকরাও তাঁর পিছু নিয়েছিলেন৷ কিন্তু সাংবাদিকদের ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশের অনুমতি দেননি কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিসে হামলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি ইয়েচুরির
বৈষ্ণোদেবী মন্দিরে রাহুল গান্ধী৷ বৃহস্পতিবার৷ সৌজন্যে ইন্টারনেট৷
আরও পড়ুন: ত্রিপুরায় নয়া বিমানবন্দর নির্মাণের ঘোষণা কেন্দ্রের
জম্মু ও কাশ্মীরের সভাপতি গুলাম আহমেদ মীর জানিয়েছেন, মাতা বৈষ্ণো দেবীর প্রতি বিশেষ আস্থা রয়েছে রাহুলের৷ বহু বছর ধরেই তিনি মন্দিরে আসতে চেয়েছিলেন৷ পায়ে হেঁটে যাবেন বলে ঠিক করেছিলেন৷ তিন বছর আগে একথা জানিয়েছিলেন রাহুল৷ কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন তাঁর আর আসা হয়নি৷ আজ অবশেষে রাহুলের সেই ইচ্ছাপূরণ হল৷ এই কারণে আজ বৃহস্পতিবার কোনও বিশেষ রাজনৈতিক কর্মসূচিও রাখা হয়নি৷ জম্মু থেকেই রাহুলের লাদাখ যাওয়ার কথা৷ বলে রাখা ভালো, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এটা রাহুলের দ্বিতীয় সফর৷
বৈষ্ণোদেবী মন্দিরে রাহুল গান্ধী৷ বৃহস্পতিবার৷ ছবি সৌজন্যে কংগ্রেস৷