নয়াদিল্লি: কর্নাটকে (karnataka) জয় পাওয়ার পর লড়াই করতে নতুন অক্সিজেন পেয়েছে কংগ্রেস (Congres)। এরই মাঝে চলতি মাসের শেষে আমেরিকা (America) সফরে যাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন প্রধান রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি ব্রিটেন (Britain) সফর থেকে ফেরেন তিনি। এরপর ৩১ মে ১০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলেই খবর মিলেছে । ওয়াকিবহলমহলের মতে তাঁর এই মার্কিন সফর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন ওয়ানাড সাংসদ রাহুল গান্ধী ১০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। এরপর প্রায় ৫ হাজার প্রবাসী ভারতীয়দের নিয়ে সেখানে ৪ জুন সমাবেশ করবেন বলেই জানা গিয়েছে। অংশ নেবেন ক্যালিফোর্নিয়ার এবং ওয়াশিংটনে প্যানেল বৈঠকে। বক্তৃতা দিতে যাবেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও মার্কিন মুলুকে রাজনীতিবিদ ও উদ্যোক্তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে রাহুলের।
আরও পড়ুন: Dilip Ghosh | Sukanta Majumdar | দিলীপের কু-মন্তব্যে ক্ষমা চাইলেন সুকান্ত, গলল না বরফ
সম্প্রতি ব্রিটেন সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি ভারতীয় গণতন্ত্র নিয়ে কথা বলেন, এবং মোদি সরকারের সমালোচনাও করেন। যা নিয়ে ঝড় উঠেছিল গোটা ভারতবর্ষে। সেই বক্তিতার জেরে সোনিয়া পুত্রের বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে হিংসার বীজ বপনের অভিযোগ আনে বিজেপি। এই বছরের মার্চ মাসে, রাহুল গান্ধী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, লন্ডনে সাংবাদিক সমিতি আয়োজিত একটি কনভেনশনে এবং অবশেষে লন্ডনের চাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অধিবেশনে বক্তৃতাও দেন।
প্রসঙ্গত, জুন মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আতিথেয়তায় নৈশভোজনের কথাও রয়েছে তাঁর।