শ্রীনগর: কংগ্রেস এবং বিজেপি৷ দুই দলেরই ফোকাস এখন কাশ্মীর৷
আগামিকাল বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)৷ প্রথমদিন তিনি যাবেন বৈষ্ণোদেবী মন্দিরে৷ মায়ের দর্শন সেরেই শুরু করবেন তাঁর দু’দিনের সফর৷ একথা জানান জম্মু-কাশ্মীরের কংগ্রেসের সহ-সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা৷ তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর জম্মুতে আসবেন রাহুল গান্ধী৷ কাটরা থেকে তিনি সোজা চলে যাবেন বৈষ্ণোমাতা মন্দিরে৷ মায়ের আর্শীবাদ নিয়ে তিনি রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন৷ দু’দিন তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে৷’
আরও পড়ুন: দেশে ৪৬ শতাংশ বেড়েছে মহিলাদের উপরে অপরাধ, অর্ধেকের বেশি উত্তরপ্রদেশে
দেশের অন্যান্য জায়গার মত কাশ্মীরেও কংগ্রেসের সংগঠন বেশ দুর্বল৷ দলের কর্মীদের একাংশের আশা, রাহুল এলে ঝিমিয়ে পড়া সংগঠন কিছুটা চাঙ্গা হবে৷ কর্মীরা মনোবল ফিরে পাবেন৷ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে উপত্যকায় স্বাগত জানিয়েছে বিজেপিও৷ কটাক্ষ করে কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দর রায়না বলেন, ‘উনাকে স্বাগত৷ উনি যখনই যেখানে গিয়েছেন সেখানে কংগ্রেসের বিপর্যয় হয়েছে৷ আর লাভবান হয়েছে বিজেপি৷ আমাদের শক্তিবৃদ্ধি হয়েছে৷’
রাহুল গান্ধী৷ ফাইল ছবি
এমন সময় রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীর যাচ্ছেন যখন পুরো কেন্দ্রীয় মন্ত্রিসভাকে সেখানে পাঠাচ্ছে বিজেপি৷ দলের তরফে মেগা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ আগামী ৯ সপ্তাহ সেখানে যাবেন কেন্দ্রের ৭০ জন মন্ত্রী৷ প্রতি সপ্তাহে ৮ জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার৷ সেখানে গিয়ে তাঁরা কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে৷ তাঁদের সমস্যার কথা শুনবেন৷ পাশাপাশি কেন্দ্রের জনকল্যাণমূলক কর্মসূচির প্রচার করবেন৷ এর পর দিল্লি ফিরে এসে স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরকে রিপোর্ট দেবেন৷
আরও পড়ুন: Phd-মাস্টার ডিগ্রির কোনও গুরুত্ব নেই, দাবি তালিবান শিক্ষামন্ত্রীর
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে কেন্দ্রের এই মেগা কর্মসূচি৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রীদের কাশ্মীরে পাঠাচ্ছে সরকার৷ এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে ৩৬ জন মন্ত্রীকে কেন্দ্রশাসিত লাদাখ ও কাশ্মীরে পাঠানো হয়েছিল৷