লখনউ: সব ঠিকঠাক থাকলে আসন্ন লোকসভা ভোটে আমেথি থেকেই ফের লড়তে চলেছেন রাজীবপুত্র। শুক্রবার উত্তরপ্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি অজয় রাই জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে আমেথি (Amethi) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও উত্তরপ্রদেশেরই বারাণসী থেকে ভোটে লড়তে পারেন বলে জানান অজয়। তিনি বলেন, এই দুজন ভোটে দাঁড়ালে তাঁদের জেতালে কংগ্রেসের তাবড় কর্মীরা যান লড়িয়ে দেবেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে একই সঙ্গে আমেথি এবং কেরলের ওয়েনাড থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন রাহুল। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে আমেথিতে হেরে যান রাহুল। যদিও কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হন তিনি৷ দুদিন আগেই অজয়কে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি করেছে দিল্লি। তিনি বলেন, রাহুল গান্ধী অবশ্যই আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে অন্য কোনও কেন্দ্র থেকেও তিনি দাঁড়াবেন কি না, তা এখনও ঠিক হয়নি। প্রিয়াঙ্কা গান্ধী যদি চান, তবে তিনি বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন।
আরও পড়ুন: চাঁদের কাছাকাছি পৌঁছে প্রথম ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম
প্রসঙ্গত, একটা সময় গান্ধী পরিবারের ঘাঁটি ছিল আমেথি। সঞ্জয় -রাজীব -সোনিয়া গান্ধী- প্রত্যেকেই আমেথি জয় করতে সফল হয়েছিলেন। এই আসন থেকে একাধিকবার জিতেছেন সনিয়া। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই চেনা গড়েই স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল। আগামী লোকসভা ভোটে সনিয়ার না দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। কারণ তাঁর শারীরিক অসুস্থতা। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তিনি এবার আর দাঁড়াচ্ছেন না। কংগ্রেস এখন ব্যস্ত রাজস্থান ,ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বিধানসভা ভোট নিয়ে। রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই তিন রাজ্যের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।