কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) অসত্য বলছেন। টুইটে এমনটাই দাবি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। মঙ্গলবার পিএম কেয়ার ফান্ডের একটি অডিট রিপোর্ট (audit report on the PM CARES Fund) প্রকাশিত হয়েছে। আর তার পরেই প্রধানমন্ত্রীকে টুইটে বিঁধেছেন রাহুল। এদিন সকালে টুইটে অডিটের পরিসংখ্যান তুলে ধরে রাহুলের মন্তব্য, ‘পিএম লাইস’।
দেশে করোনা পর্বের শুরুতেই কেন্দ্রীয় সরকার পিএম কেয়ারস ফান্ড তৈরি করে। প্রথম থেকেই ওই ফান্ড নিয়ে তুমুল বিতর্ক চলে। বিরোধীরা বারবার এই তহবিলের টাকা কোথায় কী ভাবে খরচ হল, তা জানতে চান সংসদের ভিতরে ও বাইরে। কেন্দ্রের দাবি ছিল এটি কোনও সরকারি তহবিল নয়। তাই এই সংক্রান্ত কোনও তথ্য সরকার সংসদে জানাতে বাধ্য নয়। এমনকী তথ্যের অধিকার আইনের আওতায়ও পড়ে না।
বিরোধীদের মধ্যে পিএম কেয়ারস ফান্ডের হিসেব নিয়ে সব থেকে বেশি সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ রাজ্যের ভোটের মুখেও সুযোগ পেলেই মমতা প্রশ্ন করছেন, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল? মঙ্গলবার প্রকাশিত অডিট রিপোর্ট অনুযায়ী, ওই তহবিলে ১০ হাজার ৯৯০ কোটি টাকা অনুদান হিসেবে জমা পড়েছে। তার মধ্যে ৪৯৪ কোটি টাকা বিদেশি অনুদান। মোট টাকা থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত খরচ করা হয়েছে ৩ হাজার ৯৭৬ কোটি। যার মধ্যে ১ হাজার ৩১১ কোটি টাকা ‘মেড ইন ইন্ডিয়া’ হাসপাতালের জন্য খরচ হয়েছে। ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে পরিযায়ী শ্রমিকদের জন্য।
আরও পড়ুন- Mamata Akhilesh: অখিলেশকে পাশে নিয়ে উত্তরপ্রদেশে ‘খেলা হবে’-র ডাক মমতার
PM Lies. pic.twitter.com/wanjMiCGnN
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2022
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ ছিল, পিএম কেয়ারস তহবিলের টাকায় করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যে সমস্ত ভেন্টিলেটর কেনা হয়েছিল, সেগুলি কোনও কাজ করেনি। সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর আক্রমণের নিশানায় ছিল কংগ্রেস এবং আপ। করোনা পর্বে ওই দুই দল মহারাষ্ট্র ও দিল্লিতে ঘৃণ্য রাজনীতি করে বলে প্রধানমন্ত্রীর অভিযোগ। সোমবার অবশ্য প্রধানমন্ত্রীর ভাষণের সময় রাহুল গান্ধী সংসদে ছিলেন না। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মোদি। তারপরই মঙ্গলবার রাহুল গান্ধী বললেন প্রধানমন্ত্রী অসত্য কথা বলছেন।