নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় ঘরে ঘরে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে দেশভক্তি বিক্রি এবং গরিব মানুষদের আত্মমর্যাদায় আঘাত হানার অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ বুধবার তাঁর অভিযোগ, গ্রাহকদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করছেন রেশন ডিলাররা৷ নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে সরব হন রাহুল৷
হিন্দিতে লেখা ওই পোস্টে রাহুল লিখেছেন, তেরঙ্গা আমাদের গর্ব৷ দেশের সব মানুষের হৃদয়ে এর স্থান৷ তাই দেশভক্তি কখনও বেচা যায় না৷ এটা লজ্জার বিষয়, গরিব মানুষদের ২০ টাকা দিয়ে তেরঙ্গা কিনতে বলা হচ্ছে৷ এতে শুধু তেরঙ্গার অপমান হচ্ছে না, বিজেপি সরকার গরিব মানুষের আত্মমর্যাদায় আঘাত করছে৷ নিজের দাবির স্বপক্ষে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল৷ ওই ভিডিয়োতে এক রেশন গ্রহীতার গলায় জোর করে জাতীয় পতাকা কেনার অভিযোগ শোনা গিয়েছে৷
রাহুলের আগে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী৷ তাঁরও অভিযোগ ছিল, রেশন গ্রাহকদের জাতীয় পতাকা কিনতে জোর করা হচ্ছে৷ টুইটে তিনি লেখেন, যদি স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি পালন গরিবের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের৷