কলকাতা: ন্যাশনাল হেরাল্ড মামলায় দু’দফায় মোট নয় ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি দফতর থেকে বেরোলেন রাহুল গান্ধী। সোমবার প্রথম দফায় ৩ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় ৬ ঘণ্টা জেরার পরেও মঙ্গলবার আরও এক দফায় জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছে রাহুলকে।
ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোমবার রাহুলকে ডেকে পাঠিয়েছিল ইডি। এদিন বেলা ১১টা নাগাদ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয় থেকে মিছিল করে ইডি অফিসের দিকে রওনা দেন রাহুল৷ তাঁর সঙ্গে পা মেলান প্রিয়াঙ্কা গান্ধীও৷ শয়ে শয়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধী জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন৷ পুলিসের দুটি ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন ইডি অফিসের দিকে৷ কিন্তু তৃতীয় ব্যারিকেডের মুখে পুলিস তাদের আটকে দেয়৷ তখন প্রিয়াঙ্কা ও আইনজীবীকে নিয়ে রাহুল ইডি অফিসের দিকে হাঁটা লাগান৷ অন্যদিকে পুলিসের বাধা পেয়ে সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা৷
ইডির নোটিস এবং আইডি কার্ড নিয়ে ইডি দফতরে ঢুকেই রাহুল সোজা চলে যান সি ব্লকে৷ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাহুলকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়৷ তখন ইডি অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান বাড়িতে। সেখানে খাওয়া-দাওয়া করে ফের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাহুল৷ তবে ইডি অফিসের দিকে না গিয়ে রাহুলের কনভয় চলে যায় গঙ্গা রাম হাসপাতালের দিকে৷ রবিবার সকাল থেকে দিল্লির এই হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী৷ অসুস্থ মাকে দেখতে সেখানে যান রাহুল৷
আরও পড়ুন- Congress Agitation: দিল্লিতে পুলিসের মারে চিদম্বরম-সহ একাধিক কংগ্রেস নেতা জখম
এর কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বেরিয়ে আবার ইডির অফিসে ঢোকেন প্রাক্তন কংগ্রেস সভাপতি৷ শুরু হয় দ্বিতীয় রাউন্ড জিজ্ঞাসাবাদ৷ সেই জিজ্ঞাসাবাদ চলে প্রায় ছয় ঘণ্টা। রাত ৯.৩০ নাগাদ ইডির অফিস থেকে বেরিয়ে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।