নয়াদিল্লি : পেগাসাস নিয়ে কংগ্রেসের অভিযোগকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, দাবি রাহুল গান্ধির ৷ একই সঙ্গে তাঁর প্রশ্ন, পেগাসাস কে কিনেছিল? প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি ছাড়া এটা হতে পারে না ৷
আজই পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে শীর্ষ আদালত ৷ এ ভাবে দেশের কোনও মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা যায় না বলেও, সুপ্রিম কোর্ট তার পর্যবক্ষণে জানিয়েছে ৷ তার পরই রাহুলের প্রশ্ন, কার কার উপর নজরদারি চালানো হয়েছিল, তা জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷
রাহুলের কটাক্ষ, সংসদে এ বিষয়ে প্রশ্ন করেও কোনও উত্তর পাইনি ৷ প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনও উত্তর দেননি ৷ সংসদে এ বিষয়টি আমরাই সামনে এনেছিলাম, কিন্তু কেন্দ্র কিছু বলেনি ৷
আরও পড়ুন – কেন্দ্রের আবেদন খারিজ, সুপ্রিম কোর্টের ঠিক করা কমিটিই খুঁজে দেখবে কীভাবে পেগাসাস
রাহুলের দাবি, কার কার উপর নজরদারি চালানো হয়েছে, সে বিষয়টি স্পষ্ট করা উচিত ৷ এ বিষয়ে পুরো তথ্য কেন্দ্রের সামনে আনা উচিত বলেও দাবি করেন রাহুল ৷