ওয়েব ডেস্ক: গ্রেফতার হলেন পঞ্জাবের (Punjab) শাসকদলের বিধায়ক। রাজ্যের ভিজিল্যান্স ব্যুরো (Vigilance Bureau) গ্রেফতার করে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়ক রমণ অরোরাকে (Raman Arora)। বৃহস্পতিবার জলন্ধর সেন্ট্রাল আসনের এই জনপ্রতিনিধিকে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয় বলে জানা গিয়েছে সূত্র মারফত। তবে আজ নয়, আগে থেকেই একাধিক মামলায় তদন্তের আওতায় ছিলেন বিধায়ক অরোরা। তাঁর বাড়িতে তল্লাশির পর গ্রেফতারি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
অভিযোগ, জলন্ধরের পুরসভার এক শীর্ষ আধিকারিক সুখদেব বশিষ্ঠর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন বিধায়ক রমণ অরোরা। ভুয়ো নোটিস পাঠিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন তাঁরা, এরকম একাধিক অভিযোগ সামনে এসেছিল। এই কাজে সুবিধা করে দিতেই সুখদেবকে পুরসভার গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন: এক মণ্ডপে হিন্দু-মুসলিম দম্পতির বিয়ে! সম্প্রীতির নজির গড়ল পুণে
তদন্তে উঠে এসেছে, এই দুর্নীতির চক্র বহুদিন ধরেই চলছিল। মামলার তদন্তে একাধিক প্রমাণ পেয়ে সুখদেব বশিষ্ঠকে আগেই গ্রেফতার করে ভিজিল্যান্স ব্যুরো। তাঁর জবানবন্দিতেই উঠে আসে বিধায়ক রমণ অরোরার নাম। এরপর অরোরার বিরুদ্ধে শুরু হয় আইনি প্রক্রিয়া। প্রায় দশ দিন আগে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। এরপরই প্রত্যাহার করা হয় তাঁর সরকারি নিরাপত্তা। শেষমেশ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।
পাঞ্জাব সরকার জানিয়েছে, এই দুর্নীতিতে জড়িত আরও একাধিক সরকারি কর্মীর সন্ধান মিলেছে। সকলের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, “দুর্নীতির বিরুদ্ধে ভগবন্ত মান সরকারের বড় পদক্ষেপ। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি আমাদের দলের কেউও নয়। রমণ অরোরার বিরুদ্ধে গ্রেফতারি সরকারের স্বচ্ছতা ও কঠোর অবস্থানের প্রমাণ।”
দেখুন আরও খবর: