বেঙ্গালুরু: রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে হৃদরোগে মৃত কন্নড় অভিনেতা পুলিত রাজকুমারের৷ শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন৷ তিনি বলেন, রবিবার কান্তিরাভা স্টুডিও-তে পুনিত রাজকুমারকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে৷ এ দিকে শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ভক্তকুলের ভিড় উপচে পড়ে৷ সামাল দিতে নাজেহাল অবস্থা হয় কর্নাটক পুলিশের৷
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬বছর বয়সে প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার। শুক্রবার সকালেই জিমে সময় কাটানোর সময় তিনি বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। তখনই তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে অভিনেতার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে আসেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্বাই। হাজির ছিলেন প্রয়াত পুনিত রাজকুমারের দাদা তথা কন্নড় অভিনেতা শিবরাজ কুমার৷এসেছিলেন অভিনেতা যশও। দাদা শিবরাজকুমারের নতুন ছবি বজরঙ্গী ২ তে শেষ কাজ করেছিলেন পুনিত রাজকুমার।এদিন সকালেও বজরঙ্গী ২ এর সাফল্য কামনা করে একটি ট্যুইট করেন অভিনেতা।পুনিত রাজকুমারের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্র জগৎ।
আরও পড়ুন-অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল, ভুয়ো ভোটার ধরে দাবি খড়দহের বিজেপি প্রার্থীর
সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।