পুনে: স্ত্রীর চুল কেটে দেওয়ার অপরাধে স্বামীকে গ্রেফতার করল পুলিশ৷ পেশায় চিকিৎসক স্বামীর অপরাধ তিনি চুরি দিয়ে মাথার চুল কেটেছেন৷ মঙ্গলবার মহারাষ্ট্রের পুনে সিটি পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী চিকিৎসকের স্ত্রীর অভিযোরেগ ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে৷
আরও পড়ুন- ২ বছরের চুক্তিতে প্যারি সাঁজায় যোগ দিচ্ছেন মেসি, ন্যু ক্যাম্প থেকে সরল এলএমটেনের ছবি
বিশ্রান্তওয়াড়ি থানা সূত্রের খবর, এই চিকিৎসক দম্পতি পুনে শহরের ধানুরির নিজের বাড়িতে রবিবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান৷ ওই দিন ধৃত চিকিৎসক মাতাল হয়ে বাড়িতে ফেরেন এবং স্ত্রীর সঙ্গে বচসায় জড়ান৷ তারপর তাঁর স্ত্রী নিজের বোনের বিয়েতে জাওয়ার কথা বলেন৷ অভিযোগ, তখনই চিকিৎসক রাগে স্ত্রীর পিঠে আঘাত করে ও ছুরি দিয়ে চুল কেটে দেন৷
আরও পড়ুন- মালদার ঝাঁ চকচকে অফিসে ডেকে বেকারদের থেকে হাতিয়ে নেওয়া হত লক্ষ লক্ষ টাকা
ঘটনার পরের দিন সোমবার নির্যাতিত স্ত্রী পুলিশি লিখিত অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চিকিৎসক স্বামীকে ৩২৬ ধারা অনুযায়ী গ্রেফতার করেছে৷ ঘটনার তদন্ত চলছে৷