ওয়েব ডেস্ক: আজ অর্থাৎ রবিবার, দেশজুড়ে সাড়ম্বরে পালন হচ্ছে রামনবমী (Ram Navami)। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রামনবমী ( Ram Navami )পালনের প্রস্তুতি।
আর সেই উপলক্ষে সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা বার্তা দিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। তিনি লেখেন, ‘প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক এবং আমাদের সকল প্রচেষ্টায় পথ দেখাক।’
Ram Navami greetings to everyone! May the blessings of Prabhu Shri Ram always remain upon us and guide us in all our endeavours. Looking forward to being in Rameswaram later today!
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রামলালার বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ সেতু উদ্বোধন করতে চলেছেন। সেই কথাও পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কর্তৃপক্ষের নির্দেশিকা উপেক্ষা করে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব যাদবপুরে
উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রামলালার বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ সেতু উদ্বোধন করতে চলেছেন তিনি। সেই কথাও পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রামনবমী ঘিরে উৎসাহের পারদ তুঙ্গে। আর এই আবহে প্রস্তুত পশ্চিমবঙ্গের পুলিশ, প্রশাসনও। রাজ্যজুড়ে ইতিমধ্যেই রামনবমী উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কথাকেই মাথায় রেখে গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ।
রামনবমী উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর কলকাতাও। তিলোত্তমার পরিস্থিতি খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাফ জানিয়ে দেন, উৎসবের দিন নিরাপত্তার কোনরকম ঢিলেমি হবেনা।
দেখুন অন্য খবর